• সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৬ ১৪৩০

  • || ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
২৫ দিনের হরতাল-অবরোধে গণপরিবহন খাতে ক্ষতি ১৭ হাজার কোটি আন্তর্জাতিক পর্বত দিবস আজ পর্বত পরিবেশের ভারসাম্য বজায় রাখার অন্যতম উপাদান: রাষ্ট্রপতি যুক্তরাষ্ট্র যেন বাংলাদেশকে আর মানবাধিকার শেখাতে না আসে: রাষ্ট্রপতি মার্চের দিকে দুর্ভিক্ষ ঘটাতে ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন বিশ্বে অনুকরণীয়: প্রধানমন্ত্রী বিএনপির পরবর্তী পরিকল্পনা দেশে দুর্ভিক্ষ ঘটানো : প্রধানমন্ত্রী বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিডিপিতে বস্ত্র খাতের অবদান ১৩ শতাংশ : প্রধানমন্ত্রী প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয় : রাষ্ট্রপতি

আম পাড়াকে কেন্দ্র করে বড় ভাইকে হত্যায় ছোট ভাইয়ের যাবজ্জীবন

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২২ মার্চ ২০২৩  

রাজবাড়ীতে আম পাড়াকে কেন্দ্র করে বড় ভাইকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে ছোট ভাই জিলাল খাঁ নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে আদালত। মঙ্গলবার বিকালে রাজবাড়ী জেলা ও দায়রা জজ মোঃ রুহুল আমীন এ রায় প্রদান করেন। 

আসামি জিলাল খাঁ বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের গণপত্যা গ্রামের হামিদ খাঁর ছেলে। 

মামলা সূত্রে জানা গেছে, বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের গণপত্যা গ্রামের হামিদ খাঁর বড় ছেলে সালাউদ্দিন খাঁকে গাছের আম পাড়াকে কেন্দ্র করে ২০১৪ সালের ২ জুন ভোর ৬টায় বাড়ির রান্না ঘরের পিছনে তার ছোট ভাই জিলাল খাঁ ধারালো দা কুপিয়ে আহত করেন। 

এতে গুরুতর অবস্থায় রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে নিহতের স্ত্রী জাহেদা বেগম বাদী হয়ে বালিয়াকান্দি থানায় হত্যা মামলা দায়ের করেন। ২০১৭ সালের ৪ এপ্রিল জিলাল খাঁ গ্রেপ্তার হন। এরপর থেকেই তিনি কারাগারে রয়েছেন। 

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট কেএ বারী বলেন, মামলাটি খালাস পাওয়ার যোগ্য ছিল। এ আদেশের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপিল করবো। এ মামলায় আসামি খালাস পাবেন। 

রাজবাড়ী জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট উজির আলী শেখ বলেন, আম পাড়াকে কেন্দ্র করে বড় ভাইকে কুপিয়ে হত্যা করে ছোট ভাই। এ অভিযোগটি প্রমানিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

এ রায়ে বাদীপক্ষ সন্তুষ্ট। এর মাধ্যমে সমাজ থেকে অন্যায় দূর হবে বলে জানান তিনি।