• রোববার ০১ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৫ ১৪৩০

  • || ১৪ রবিউল আউয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

বিস্ফোরক মামলায় বিএনপি-জামায়াতের ৪৮ নেতাকর্মী কারাগারে

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৯ মে ২০২৩  

চট্টগ্রামে বিস্ফোরক আইনের মামলায় বিএনপি-জামায়াতের ৪৮ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এছাড়া জামিন আবেদন করেও আদালতে হাজির না থাকায় ৫ আসামির জামিন বাতিল করা হয়েছে।
সোমবার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আজিজ আহমেদ ভূঁঞা এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সন্দ্বীপ ও হাটহাজারী থানায় নাশকতা ও বিস্ফোরক আইনের তিন মামলায় বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হলে তারা জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত ৪৮ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এছাড়া জামিন আবেদন করেও আদালতে হাজির না থাকায় বিচারক ৫ আসামির জামিন বাতিল করেন বলেও জানান পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী।