• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নাটোরে মানবপাচারকারী দলের ২ সদস্য আটক

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৩ আগস্ট ২০২১  

নাটোরে মানবপাচারকারী দলের ২ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। বাকরোম গ্রাম অভিযান চালিয়ে সোহরাব হোসেন (৫৫) ও ছানোয়ার হোসেন (২৩)কে আটক করা হয়।
 
মঙ্গলবার (৩ আগস্ট) সকালে সিপিসি-২, র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোঃ সানরিয়া চৌধুরী দুজনকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন। গ্রেফতারকৃত সোহরাব হোসেন সিংড়া উপজেলার বাকরোম উত্তর পাড়া (পাগলা পাড়া) গ্রামের মৃত নুর মোহাম্মদ প্রামাণিকের ছেলে এবং ছানোয়ার হোসেন একই এলাকার মৃত সেকেন্দার প্রামাণিকের ছেলে।

মেজর মোঃ সানরিয়া চৌধুরী জানান, ধর্ষকসহ মানব পাচারকারী দলের ৩ সদস্য বাকরোম গ্রামে অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে সোমবার ওই এলাকায় অভিযান চালায় র‌্যাব সদস্যরা। অভিযানকালে র‌্যাব মানবপাচারকারী চক্রের সদস্য ও ধর্ষক ছানোয়ার হোসেনসহ চক্রের মুল হোতা সোহরাব হোসেনকে গ্রেফতার করে। এসময় মোঃ আলী নামে অপর এক সদস্য পালিয়ে যায়।

র‌্যাব কর্মকর্তা আরও জানান, পাচারকারী চক্রের এই তিন সদস্য সিংড়া উপজেলার শেরকোল কাচারীপাড়া গ্রামের ১৫ বছরের এক কিশোরীকে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে বিদেশে পাচারের উদ্দেশ্যে ছানোয়ারের বাড়িতে আটকে রেখে। এসময় ছানোয়ার ওই কিশোরীকে একাধিকবার ধর্ষণ করে। 

এ ঘটনায় সিংড়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে।