• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

প্রতারণা করে পালিয়েছিলেন ভারত, দেশে ফিরেই গ্রেফতার

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২১  

ভুয়া কোম্পানি খুলে অর্থ আত্মসাৎ করে ভারতে পালিয়ে থাকা আমিনুল ইসলাম নামে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৯ অক্টোবর) রাতে চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে দেশে প্রবেশের সময় তাকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ। তার বিরুদ্ধে রাজধানীর ধানমন্ডি থানায় একটি প্রতারণা মামলা রয়েছে।

গ্রেফতার আমিনুল ইসলাম রাজশাহী জেলার বোয়ালিয়া থানার রানিনগর গ্রামের আব্দুর রশিদের ছেলে।

পুলিশ জানায়, ভুয়া কোম্পানি খুলে অর্থ আত্মসাৎ করে ভারতে পালিয়ে যায় আমিনুল ইসলাম। এরপর তার বিরুদ্ধে চলতি বছরের জানুয়ারি মাসে একটি প্রতারণা মামলা দায়ের করা হয়। সে মামলার ওয়ারেন্টও জারি হয়। দীর্ঘদিন পালিয়ে থাকার পর প্রতারণা মামলার একমাত্র আসামি আমিনুল দর্শনা চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। পরে ইমিগ্রেশন পুলিশ তার পাসপোর্ট যাচাই করতে গিয়ে মামলার তথ্য পায়। পরে তাকে সেখানেই গ্রেফতার করা হয়।

দর্শনা ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ (এসআই) আব্দুল আলীম বলেন, পাসপোর্টধারী ওই যাত্রী দেশে প্রবেশ করে। এরপর তার পাসপোর্ট বই (বিএক্স-০২৪৩৯৫৪) যাচাই করতে গিয়ে মামলার তথ্য পাওয়া যায়। পরে তাকে গ্রেফতার করে দর্শনা থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়।