• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্রসহ পাঁচ রোহিঙ্গা আটক

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২১  

কক্সবাজারের উখিয়ায় ডাকাতির প্রস্তুতির সময় ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ পাঁচ রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ১৪ এপিবিএন’র অধিনায়ক (এসপি) নাইমুল হক। এর আগে শুক্রবার গভীর রাতে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- কুতুপালং ক্যাম্পের ব্লক-বি/১৩ এর মো. কবির আহমদের ছেলে নূর হোসেন, ব্লক-বি এর আবদুল করিমের ছেলে আলী হোসেন, একই ক্যাম্পের ব্লক-জি এর আবদুল কাদেরের ছেলে নূর কাদের, ব্লক-এ এর তোফায়েল আহম্মদের ছেলে মো. হাসান ও ব্লক-সি এর সৈয়দুল ইসলামের ছেলে মো. সৈয়দ।

এসপি নাইমুল হক জানান, শুক্রবার রাত ২টার দিকে কুতুপালং ক্যাম্পে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল- এমন সংবাদে অভিযান চালায় এপিবিএন-এর একটি দল। এ সময় পাঁচজনকে আটক করা সম্ভব হলেও আরো ১৪-১৫ জন পালিয়ে যান। পরে তাদের দেহ তল্লাশি চালিয়ে একটি দেশীয় অস্ত্র, লোহার রড, তিনটি দা ও ইয়াবা উদ্ধার করা হয়।