• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

পুকুর খনন কালে মিলল প্রাচীন মূর্তি

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১৮ মে ২০২২  

নাটোরের সিংড়ায় পুকুর খনন করতে গিয়ে একটি প্রাচীন মূর্তি পাওয়া গেছে। পাথরের প্লেটের উপর খোদাই করা ছাই রংয়ের মূর্তিটি কষ্টি পাথর কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের বেলতা গ্রামের জয় রামসাগর পুকুর থেকে এই মূর্তিটি উদ্ধার করে বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষ ও থানা পুলিশ। মূর্তিটি থানা হেফাজতে রাখা হয়েছে।

নাটোরের বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী আহসানুল করিম জানান, মঙ্গলবার উপজেলার বেলতা গ্রামের জয় রামসাগর পুকুর খনন কালে ছাই রংয়ের পাথরের একটি মূর্তি দেখতে পায় লোকজন। পরে খবর পেয়ে মূর্তিটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। 

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান, থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা।

মূর্তিটির ওজন ১৬ কেজি ৫০০ গ্রাম। দৈর্ঘ্য ২ ফুট ২ ইঞ্চি ও প্রস্থ সাড়ে ১০ ইঞ্চি। মূর্তিটি পাথরের প্লেটের উপর খোদাই করা ছাই রংয়ের। মূর্তিটি কষ্টি পাথর কিনা বা এর মূল্য কত তা পরীক্ষা ছাড়া বলা সম্ভব নয় বলে জানান তিনি। 

স্থানীয় লোকজনের ভাষ্য অনুযায়ী মূর্তিটি ব্রাহ্মণ মূর্তি বলে জানা গেছে। মূর্তিটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুর-এ-আলম সিদ্দিকী।