• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

যুবকের পায়ুপথে ৩৮ প্যাকেট ইয়াবা!

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৮ আগস্ট ২০২২  

জামালপুরে পায়ুপথে ইয়াবা পাচারের সময় দুই যুবককে আটক করা হয়েছে। এরপর এক যুবকের পায়ুপথ থেকে ৩৮টি প্যাকেটে রাখা ১৩৩৭ পিস ইয়াবা জব্দ করা হয়। রোববার (৭ আগস্ট) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-১৪-এর কোম্পানি কমান্ডার আশিক উজ্জামান।

এর আগে সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন: মাদক কারবারি মো. সাদেক (১৯) কক্সবাজারের টেকনাফ থানার উনছিপ্রাং গ্রামের মো. নাছিরের ছেলে, মো. সবুজ (২২) জামালপুর সদর উপজেলার মোহনপুর গ্রামের মো. জামাল উদ্দিনের ছেলে।

কমান্ডার আশিক উজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল পৌনে ৭টার দিকে সদর উপজেলার ছোনটিয়া কাঁচাবাজার এলাকায় অভিযান চালায় র‍্যাব। এ সময় মাদক কারবারি মো. সবুজকে আটক করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে পেটের ভেতর ইয়াবা বহনকারী মাদক কারবারি মো. সাদেককে আটক করা হয়। তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে শারীরিক পরীক্ষা করানো হলে তার পেটে ভিন্ন ধরনের অবজেক্ট শনাক্ত হয়।

পরে তার পায়ুপথ দিয়ে কালো টেপে মোড়ানো ছোট ছোট ৩৮টি প্যাকেট বের করে আনেন দায়িত্বরত চিকিৎসক। ওই প্যাকেটগুলোতে সংরক্ষিত ছিল ১ হাজার ৩৩৭টি ইয়াবা।

র‌্যাবের ধারণা, উদ্ধার করা ইয়াবার বাজারমূল্য ৪ লাখ ১ হাজার ১০০ টাকা।

আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন স্থানে মাদক বেচাকেনা ও সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে জামালপুর সদর থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।