• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

`কর্নেল` পরিচয় দিয়ে ম্যাজিস্ট্রেটের হাতে ধরা যুবক

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২২  

গাজীপুরের শ্রীপুরে জমি খারিজ করাতে এসে র‌্যাবে কর্মরত ‘কর্নেল’ পদের কর্মকর্তা পরিচয় দেওয়া এক যুবককে আটক করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২১ সেপ্টেম্বর) বিকাল ৪টায় শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে তাকে কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত মিজানুর রহমান (২২) কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জামালপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি ঢাকার মিরপুরের মুদি দোকানের ব্যবসায়ী।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেহেনা আক্তার বলেন, বুধবার দুপুরে আমার কার্যালয়ে মিস কেসের শুনানি চলছিল। এ সময় র‌্যাবের কর্নেল পরিচয় দিয়ে আমার কক্ষে প্রবেশ করে মিজানুর। সেইসঙ্গে আদালতের শুনানি বন্ধ করে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামে তার বাবার ক্রয়কৃত জমির নামজারি করতে চাপ দেয়।

কথাবার্তা ও আচরণ সন্দেহজনক মনে হলে তার সম্পর্কে খোঁজ নেন এই নির্বাহী ম্যাজিস্ট্রেট। তিনি বলেন, ‘খোঁজ নিয়ে নিশ্চিত হই, মিজানুরের দেওয়া পরিচয় ভুয়া। মিথ্যা পরিচয় দিয়ে প্রতারণা করতে চেয়েছিল। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এরপর তাকে শ্রীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নয়ন ভূঁইয়া বলেন, র‌্যাবের কর্নেল পরিচয় দেওয়া মিজানুর রহমানকে থানায় রাখা হয়েছে। বৃহস্পতিবার তাকে কারাগারে পাঠানো হবে।