• সোমবার ০৪ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ১৮ ১৪৩০

  • || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:

রাসায়নিক ঘোষণায় এলো গুঁড়াদুধ, কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৩  

ঢাকার পুরানা পল্টনের আমদানিকারক প্রতিষ্ঠান জি ওয়াই ট্রেড প্রাইভেট লিমিটেড রাসায়নিকের ঘোষণা দিয়ে নিয়ে এসেছে গুঁড়াদুধ ও ডেক্সট্রোজ। চট্টগ্রাম বন্দর দিয়ে খালাসের আগেই চালানটি আটক করেছে চট্টগ্রাম কাস্টমসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিচার্স (এআইআর) বিভাগ। এতে প্রায় এক কোটি টাকার শুল্ক ফাঁকি রুখে দিয়েছে চট্টগ্রামে আমদানি রপ্তানি পণ্যে রাজস্ব আহরণকারী প্রতিষ্ঠানটি।

বুধবার (২০ সেপ্টেম্বর) চট্টগ্রাম কাস্টমসের ডেপুটি কমিশনার (এআইআর) মো. সাইফুল হক এক বিবৃতিতে এ তথ্য জানান।

বিবৃতিতে জানানো হয়, জি ওয়াই ট্রেড প্রাইভেট লিমিটেড চীন থেকে ৩২১৯ বস্তা ক্যালশিয়াম কার্বোনেট (আনকোটেড) আনার ঘোষণা দিয়ে চার কনটেইনার পণ্য আমদানি করে। এসব পণ্য খালাসের দায়িত্ব ছিল চট্টগ্রামের আসাদগঞ্জের সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান এক্সটেনডেড ইউনাইটেড এজেন্সিস লিমিটেডের।

প্রতিষ্ঠানটি পণ্য খালাসের জন্য গত ১১ সেপ্টেম্বর কাস্টমসের এসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে বিল অব এন্ট্রি দাখিল করে। কিন্তু কাস্টমসের এআইআর শাখা ঝুঁকি ব্যবস্থাপনার আওতায় চালানটি মিথ্যা ঘোষণায় আমদানি করা হয় বলে জানতে পেরে ১৮ সেপ্টেম্বর চালানটি এসাইকুডা সিস্টেমে লক করে দেয়।

এরপর মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) কনটেইনার চারটি শতভাগ কায়িক পরীক্ষা করে কাস্টমসের এআইআর শাখা। কায়িক পরীক্ষায় ক্যালশিয়াম কার্বোনেট লেখা একই সাইজ ও একই প্রিন্টের বস্তায় ২৮০০ বস্তায় প্রায় ২৮ হাজার কেজি গুঁড়াদুধ এবং ৪০ হাজার কেজি ডেক্সট্রোজ পাওয়া যায়।

এ ব্যাপারে কাস্টমসের ডেপুটি কমিশনার (এআইআর) মো. সাইফুল হক বলেন, চট্টগ্রাম বন্দর দিয়ে পণ্য আমদানিতে রাজস্ব ফাঁকি রোধে এআইআর দক্ষতার সঙ্গে কাজ করছে। প্রায় প্রত্যেকটি চালান সার্বক্ষণিক মনিটরিং করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় কেমিক্যাল আমদানির মিথ্যা ঘোষণায় গুঁড়াদুধ ও ডেক্সট্রোজ আমদানির বিষয়টি ধরা পড়ে। চালানটিতে প্রায় এক কোটি টাকার মতো রাজস্ব ফাঁকি দেওয়ার অপচেষ্টা করা হয়েছে। এ ঘটনায় জড়িত আমদানিকারক ও সিএন্ডএফ এজেন্টের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।