• সোমবার ০৪ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ১৮ ১৪৩০

  • || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:

চুরির টাকায় কেনা গহনা নিয়ে বিয়ে করতে যাওয়ার আগে পুলিশের হাতে ধরা

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৩  

চুরির টাকায় কেনা অলংকার নিয়ে বিয়ে করতে গিয়েছিলেন মো. লিটন হাওলাদার ইমন (২৫) নামের এক ব্যক্তি। কিন্তু বিধি বাম। বিয়ের আগেই পুলিশের হাতে ধরা পড়েন তিনি। মঙ্গলবার রাতে নোয়াখালীর হাতিয়া উপজেলার চামকী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ভুইয়া গ্রামে অভিযান চালিয়ে ইমনকে গ্রেফতার করে চট্টগ্রাম নগরীর বন্দর থানা পুলিশ।

তার কাছ থেকে চুরি করা টাকার মধ্যে নগদ ১০ হাজার টাকা, চুরির টাকায় কেনা একজোড়া কানের দুল, একটি নাকফুল উদ্ধার করে পুলিশ। এর আগে গত রোববার দিনগত রাতে বন্দর থানাধীন দক্ষিণ মধ্যম হালিশহর এলাকার ডাকাইয়া কলোনির রনি স্টোর নামের এক মুদির দোকানে এ চুরির ঘটনা ঘটে।

গ্রেফতার ইমন ঝালকাঠির কাঠালিয়া উপজেলার মরিচবুনিয়া ইউনিয়নের দত্তের পশার বুনিয়া গ্রামের প্রয়াত রুহুল আমীন হাওলাদারের ছেলে। গ্রেফতার ইমনকে বুধবার চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজয় কুমার সিনহা।

তিনি বলেন, গত রোববার দিনগত রাতে দক্ষিণ মধ্যম হালিশহরের ডাকাইয়া কলোনির রনি স্টোর নামের একটি মুদি দোকান চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় দোকান মালিক মো. নাঈম মোল্লা বাদী হয়ে মঙ্গলবার থানায় একটি এজাহার দায়ের করেন। এজাহারে দোকান থেকে এক লাখ ৩৫ হাজার টাকা চুরির অভিযোগ করেন বাদী।

ঘটনা তদন্তে নেমে ঘটনাস্থলসহ আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনার মূলহোতাকে গ্রেফতার করা হয়। চুরির টাকায় বিয়ের জন্য তিনি কানের দুল ও নাকফুল কিনেছেন বলে স্বীকার করেছেন গ্রেফতার লিটন। এসব স্বর্ণালংকার উদ্ধার ও জব্দ করা হয়েছে বলে জানান ওসি।