• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১০ মেগাপ্রকল্পে রূপ পাচ্ছে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২১  

নিখুঁত মেধা ও সুনিপুণ চিন্তা-ভাবনার আলোকছটায় বাঙালি জাতিকে বেঁচে থাকার নিরবচ্ছিন্ন প্রেরণা জুগিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি হৃদয়ে বুনেছিলেন স্বপ্নের সোনার বাংলা। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়ন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বের ছোঁয়ায় দেশের প্রতিটা ক্ষেত্রেই আমূল পরিবর্তন ঘটেছে। উন্নয়নের নতুন নতুন মেগাপ্রকল্পের অগ্রগতির মাধ্যমে দেশের সার্বিক চিত্র পাল্টে যাচ্ছে। রূপ পাচ্ছে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা। আর বিশ্বের বুকে মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে বাংলাদেশ।

আজ বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল বাংলাদেশ। এদেশের অভূতপূর্ব উন্নয়ন দেখে এখন বাংলাদেশ ও শেখ হাসিনা নেতৃত্বের অনুসরণ করছে বিশ্বের অনেক দেশ। টানা একযুগ উন্নয়ন অর্জনে বাংলাদেশের সার্বিক চিত্র পাল্টে গেছে। মেগাপ্রকল্পগুলো উদ্বোধন করার পরই রূপ পাবে বঙ্গবন্ধুর সোনার বাংলা। নতুন এক বাংলাদেশ দেখবে বিশ্ববাসী।

সরকারের ১০টি মেগা প্রকল্প হচ্ছে- ১. পদ্মাসেতু প্রকল্প, ২. ঢাকা মেট্রোরেল প্রকল্প (ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট উন্নয়ন প্রকল্প), ৩. পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্প, ৪. কর্ণফুলীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল, ৫. দোহাজারী হতে রামু হয়ে কক্সবাজার এবং রামু হয়ে ঘুমধুম পর্যন্ত রেললাইন নির্মাণ প্রকল্প, ৬. রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ, ৭. মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প, ৮. এলএনজি টার্মিনাল নির্মাণ প্রকল্প, ৯. কয়লাভিত্তিক রামপাল থার্মাল বিদ্যুৎ কেন্দ্র, ১০. পায়রা বন্দর এবং সোনাদিয়া গভীর সমুদ্র বন্দর নির্মাণ প্রকল্প।

দ্রুতগতিতে চলছে প্রবৃদ্ধি সঞ্চালক পদ্মা বহুমুখীসেতুসহ এই ১০ মেগাপ্রকল্প ও একশ’ অর্থনৈতিক অঞ্চলের নির্মাণকাজ। সবকিছু ঠিক থাকলে সরকারের এ মেয়াদেই এসব প্রকল্পের সুফল পেতে শুরু করবে দেশের মানুষ। শুধু একটি পদ্মাসেতুকে কেন্দ্র করে প্রায় ২০ জেলার মানুষের অর্থনৈতিক দৃশ্যপট পরিবর্তন হয়ে যাবে। শুধু তাই নয়, ভবিষ্যতে উচ্চ প্রবৃদ্ধির ধারা বজায় রাখার ভিত্তি রচনার ক্ষেত্রে এ ১০ মেগাপ্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করেছেন সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অর্থ মন্ত্রণালয় সম্পাদিত গত ১০ বছরের এক প্রতিবেদনের সূত্রে  জানা গেছে, এ ১০ মেগাপ্রকল্পের বাইরেও ২০৩০ সালের মধ্যে মোট ৩০ হাজার হেক্টর জমিতে মোট ১০০টি অর্থনৈতিক অঞ্চল (ইপিজেড) প্রতিষ্ঠার কার্যক্রম চলছে। ২০১০ সালে ‘বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল আইন’ প্রণয়নের মাধ্যমে এ কার্যক্রমের সূচনা হয়েছিল। সরকারের প্রত্যাশা, অর্থনৈতিক অঞ্চলগুলো (ইপিজেড) তৈরি হলে ৪০ বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ রফতানি আয় সম্ভব হবে। একই সঙ্গে এই ১শ’ অর্থনৈতিক অঞ্চলে দেশের এক কোটি মানুষের কর্মসংস্থান হওয়ার সম্ভাবনা আছে।

পদ্মা বহুমুখীসেতু প্রকল্পটি কাজ শেষ হলে রাজধানীর ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের যোগাযোগ দূরত্ব কমবে। দেশের জিডিপি আনুমানিক এক শতাংশ বাড়বে। বিদ্যুৎকেন্দ্রগুলোর কাজ শেষ হলে নিরবচ্ছিন্নভাবে কলকারখানা এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান গড়ে ওঠবে। রাজধানীতে মেট্রোরেল চালু হলে প্রতি ঘণ্টায় ২২ হাজার যাত্রী যাতায়াত করতে পারবেন। যানজটের ভোগান্তি কমবে, সময় বাড়বে, আয়ও বাড়বে। 

স্বপ্নময় এসব প্রকল্পের বাস্তবায়ন হলে অবকাঠামো ও পরিবহন সংকট অনেকটাই কেটে যাবে। সুসংহত হবে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং অর্থনীতি। পণ্য ও যানবাহন চলাচলে অনেক বেশি সহজ হবে। টেকসই বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত হবে। ফলে ব্যাপক বিনিয়োগের পাশাপাশি কর্মসংস্থানও বাড়বে। বিশেষ সেবা খাতে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। সব মিলিয়ে উচ্চতর প্রবৃদ্ধিতে যাওয়ার যে লক্ষ্যমাত্রা, তা পূরণে মেগাপ্রকল্পগুলো সহায়ক ভূমিকা পালন করবে। এতে বাংলাদেশ নতুন করে বিশ্বের বুকে মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে। 

দেশের মেগা প্রকল্পের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশ আজ বিশ্বসভায় উন্নয়নের রোল মডেল। দেশের বড় বড় মেগাপ্রকল্পের ওপর ভর করে অর্থনীতি ও আর্থ-সামাজিক অবস্থা পরিবর্তন হতে শুরু করেছে। অর্থনীতি ও আর্থ-সামাজিক ক্ষেত্রে বেশিরভাগ সূচকে দক্ষিণ এশিয়ার সকল দেশকে ছাড়িয়ে সারাবিশ্বে অগ্রগতির অভূতপূর্ব স্মারক বহন করছে বাংলাদেশ। এতো কিছু সম্ভব হয়েছে শেখ হাসিনার প্রজ্ঞা, দৃঢ়তা, সাহসিকতা, সততা ও কর্মনিষ্ঠার কারণে। এছাড়া দেশের জনগণের ঐক্যবদ্ধ প্রয়াস ও শতভাগ সমর্থন আর আস্থা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ওপর আছে।