• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

পদ্মা সেতুতে নদী শাসনের কাজ চলছে পুরোদমে

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১ নভেম্বর ২০২১  

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে নদী শাসনের কাজ এগিয়ে চলছে। বালুর বস্তা ও ব্লক ফেলার উপযোগী করতে পুরোদমে চলছে ড্রেজিং। নদী শাসনে প্রায় ৮ হাজার ৮০০ কোটি টাকার চুক্তির কাজের অগ্রগতি হয়েছে ৮৬ শতাংশ। এদিকে সেতুর দু’পাশে রেলিংয়ে ১০ হাজারের বেশি প্যারাপ্যাট ওয়াল বসানোর কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক।

দেশের কোটি কোটি মানুষের ভাগ্য বদলে দেওয়ার পদ্মা সেতুর চূড়ান্ত পর্যায়ের কাজ দ্রুত এগিয়ে চলেছে। শুষ্ক মৌসুম আসতেই গতি এসেছে নদী শাসনের কাজে। মাওয়া প্রান্তে চলছে ১ দশমিক আট শূন্য কিলোমিটার এলাকায় নদী শাসন। ব্লক ও বালুর বস্তা ফেলার উপযোগী করতে চলছে এখন ড্রেজিং। জাজিরা প্রান্তে চলছে বাকি এক কিলোমিটার এলাকায় নদী শাসন।

পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শারফুল ইসলাম সরকার জানান, নদীতে বস্তা ফেলতে হলে ড্রেজিং করতে হবে। ড্রেজিং চলমান আছে। সামনে ১২৫ কেজির বস্তা ডাম্পিং করা হবে। পরে এর ওপর পাথর ডাম্পিং করা হবে।

মধ্যে ১০ হাজার ৩৭৭টি বসে গেছে। সেতুটি যান চলাচল উপযোগীর শেষ পর্যায় কাজ চলছে এখন।

পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, ৩১ অক্টোবর পর্যন্ত পদ্মা সেতুর মেইন ব্রিজের অগ্রগতি ৯৫ শতাংশ, নদী শাসনের অগ্রগতি ৮৬ শতাংশ এবং সার্বিক অগ্রগতি ৮৮.৭৫ শতাংশ।

সেতুর জাজিরা প্রান্তে প্রায় ১১ কিলোমিটার এবং মাওয়া প্রান্তে ৩০০ মিটার এলাকায় নদী শাসনের কাজ সম্পন্ন হয়ে গেছে।