• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

মোংলায় পৌঁছেছে মেট্রোরেলের নবম চালান

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২২  

মেট্রোরেলের আরো আটটি কোচ ও চারটি ইঞ্জিন নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে মেট্রোরেলের নবম চালান। বন্দরের ৮ নম্বর জেটিতে শুক্রবার বেলা ১টার দিকে নোঙর করে পানামা পতাকাবাহী জাহাজ এম হরিজন-৯। গত ৬ এপ্রিল জাপানের কোবে বন্দর থেকে ছেড়ে আসে এটি।

বিদেশি জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ লিমিটেড কোম্পানির ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুক্রবার ঢাকা মেট্রোরেলের নবম চালানে আসা মালামালের মধ্যে আটটি কোচ ও চারটি ইঞ্জিনসহ ১৯ প্যাকেজের মেশিনারি সরঞ্জামাদি রয়েছে। জাহাজটি বন্দর জেটিতে নোঙর করার পর জাহাজ থেকে মালামাল খালাসের কাজ শুরু হয়েছে।

খালাস শেষে নদীপথে এসব কোচ, ইঞ্জিন ও মেশিনারি মালামাল মেট্রোরেলের ঢাকার উত্তরার দিয়াবাড়ী ডিপোয় নেয়া হবে বলেও জানান তিনি।