নির্ধারিত দিনেই নতুন বই পাবে শিক্ষার্থীরা, উৎসবের জোর প্রস্তুতি
শরীয়তপুর বার্তা
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২২

দেরিতে টেন্ডার ও চলমান বিদ্যুৎ বিভ্রাটে নতুন বছরে শিক্ষার্থীদের হাতে নতুন বই দেওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছিল। কিন্তু তা অনেকটাই কাটতে শুরু করেছে। ইতোমধ্যে প্রেসগুলোতে বই ছাপা শুরু হয়েছে। এর ফলে জানুয়ারির এক তারিখে উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে। সংশ্লিষ্টরা জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজের সক্ষমতা অনুযায়ী কাজ ভাগ করে দেওয়া ও অধিকাংশ প্রেস আধুনিক হওয়ায় নির্ধারিত সময়ে বই ছাপার কাজ সম্পন্ন হবে। এছাড়াও শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমানকেও প্রেসগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে অনুরোধ জানানো হয়েছে।
জাতীয় কারিকুলাম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) চেয়ারম্যান মো. ফরহাদুল ইসলাম বলেন, এবার পিছিয়ে আমরা শুরু করেছি। এটা সত্য। গত বছর এই সময় অনেক বই ছাপা হয়ে বিভিন্ন জেলায় চলে গেছে। সেখানে আমরা মাত্র শুরু করেছি। এবার ৬০ দিনের মধ্যে বই ছাপার কাজ শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে বলা হয়েছে। যে কারণে এককভাবে কাউকেই বেশি বইয়ের অর্ডার দেওয়া হয়নি। তিনি বলেন, ৮ম ও ৯ম শ্রেণির বই ছাপা নিয়ে এখনো আশাবাদী আমরা। ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বই ছাপার জন্য প্রস্তুত। এর জন্য ৫০ দিনের সময় দিয়েছি ঠিকাদারদের। এনসিটিবি সদস্য অধ্যাপক মশিউজ্জামান বলেন, বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। তবে সব বই একদিনেই শিক্ষার্থীদের দেওয়া হয় না। মাসব্যাপী চলে এ কার্যক্রম। এবারও তার কোন ব্যত্যয় ঘটবে না বলে দাবি করেন তিনি।
দেশে ২০১০ সাল থেকে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের বিনামূল্যে বই দিয়ে আসছে সরকার। আগামী বছরের জন্য প্রায় ৩৫ কোটি বই ছাপার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে প্রাক্-প্রাথমিক ও প্রাথমিকে প্রায় ১০ কোটি ও মাধ্যমিকে বই ছাপা হবে প্রায় ২৫ কোটি। এবার প্রাথমিক ও শিক্ষা মন্ত্রণালয়ের টেন্ডার চার ভাগে করা হয়েছে। সেকেন্ডারিতে একটি হলো ষষ্ঠ ও সপ্তম শ্রেণি, অন্যটি বাকি শ্রেণির বই। প্রাথমিকে প্রথম ও দ্বিতীয় শ্রেণি এক ভাগ। অন্যটি তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির বই। প্রায় সব ঠিকাদারি প্রতিষ্ঠান চার জায়গা থেকেই কম-বেশি কাজ পেয়েছে। তবে এবার এনসিটিবি স্বচ্ছতা ও ক্যাপাসিটি বিবেচনায় কাজ দিয়েছে। এবার বইয়ের মান ও কাজ প্রদানেও স্বচ্ছতা হয়েছে। টেন্ডার ডিস্ট্রিবিউশন গত যে কোন সময়ের তুলনায় স্বচ্ছতার সঙ্গে হয়েছে বলে জানান বই প্রস্তুতকারী ঠিকাদাররা।
জানা যায়, নতুন শিক্ষাক্রমের ৬ষ্ঠ শ্রেণির বই সম্পূর্ণ তৈরি। সপ্তম শ্রেণির বইয়ের জন্য শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি কিছু অবজারভেশন দিয়েছেন। অবজারভেশনের প্রুফের কাজ চলছে। সপ্তম শ্রেণির বই বুক ফরমেটে তৈরি আছে। কিন্তু সংশোধনীগুলো পিডিএফ ফর্মে। অন্য ফরমেটে যথাযথ করে টাইপ করা গেলেও আবার বুক ফরমেটে ফিরিয়ে আনতে হয়। এনসিটিবি কর্মকর্তারা এই জন্য বুক ফরমেটেই কাজ করছেন। কাজ শেষে নতুন শিক্ষাক্রমের বই রবিবার থেকে ছাপা শুরু হয়েছে। বইয়ের উজ্জ্বলতা বাড়াতে প্রয়োজন হয় পাল্প। কিন্তু এবার পর্যাপ্ত পাল্পও দেশে নেই।
পাল্প না থাকার কারণে বইয়ের উজ্জ্বলতা কিছু কমে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে দরপত্রের শর্ত অনুযায়ী প্রাথমিক ও ইবতেদায়ি স্তরে ৮০ জিএসএম (গ্রাম-স্কয়ার-মিটার) কাগজে ৮৫ শতাংশ উজ্জ্বলতা থাকতে হয়। মাধ্যমিক স্তরের বিজ্ঞান বইয়ে ৭০ জিএসএম ও অন্য শ্রেণির জন্য ৬০ জিএসএম কাগজ ব্যবহারের নির্দেশনা আছে। বইয়ের যে মলাট তার কাগজের মান হবে ২৩০ জিএসএম। এবার মাধ্যমিক স্তরে ২৮০টি লটে অষ্টম, নবম শ্রেণি, দাখিল এবং কারিগরি স্তরে ১২ কোটি ৫১ লাখের বেশি বই ছাপা হবে। এসব লটের জন্য ৬০-৭০ দিন বই ছাপার কাজের জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে। এনসিটিবির ধারণা অনুযায়ী ওই ২৮০টি লটের বই ছাপাতে ও দেশব্যাপী সরবরাহ করতে ২২ ডিসেম্বর পর্যন্ত সময় লাগবে।
ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কথা বলে জানা যায়, আগে ৪০ দিন, ৫০ দিন পরে এক একটি ওয়ার্ক ওর্ডার হতো। এবার সবগুলো ওয়ার্ক ওর্ডার একসঙ্গে শুরু হয়েছে। যেকারণে কাগজের চাহিদা বেড়েছে। আর বিদ্যুৎ সংকটের কারণে প্রেস চালাতে শুরু হয়েছে নতুন বিড়ম্বনা। তারা বলেন, লোডশেডিংয়ের মধ্যে প্রেস চালাতে গেলে প্রতিদিন ২০ হাজার থেকে শুরু করে ১ লাখ টাকার ডিজেল লাগতে পারে। এই ডিজেল কিনে কাজ করলে প্রিন্টিং ব্যয় কমানো সম্ভব নয়। অন্যদিকে ওয়ার্কিং আওয়ারে বিদ্যুৎ না থাকায় শ্রমিকদের অতিরিক্ত পয়সা দিয়ে বাড়তি কাজ করাতে হচ্ছে। ফলে প্রডাকশন বাধাগ্রস্ত হচ্ছে। কাগজ নিয়েও সমস্যা তৈরি হয়েছে।
এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় কাগজের মিলগুলোর সঙ্গে কথা বলেছে। কিন্তু আমরা একটি প্রস্তাব দিয়েছিলাম। বিদেশ থেকে আমাদের শুল্কমুক্ত কাগজ আমদানির সুযোগ দিলে অনেক ভাল হতো। বার বার বিদ্যুৎ বিভ্রাটের কারণে বই ছাপাতে বিড়ম্বনা তৈরি হয়েছে। বিদ্যুৎ গেলেই কালি লেপ্টে যায়। নতুন করে মেশিন চালু করার পর কালির সমস্যা থাকে। এর ফলে কাগজ নষ্ট হচ্ছে।
জানতে চাইলে এনসিটিবি চেয়ারম্যান মো. ফরহাদুল ইসলাম বলেন, আমরা বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমানের সঙ্গে এ বিষয়ে কথা বলেছি। তিনি মাতুয়াইল এলাকার প্রেসগুলোতে বিদ্যুৎ দেওয়ার বিষয়ে আশ্বাস দিয়েছেন। এছাড়াও শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বিদ্যুৎ সচিবকে প্রেস এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের অনুরোধ করেছেন। নভেম্বর-ডিসেম্বরে দেশে বিদ্যুৎ চাহিদা কম থাকায় আশা করা যাচ্ছে নির্বিঘ্নে বই ছাপার কাজ করা যাবে।
আশার কথা হচ্ছে এ বছর শিট মেশিনে বই ছাপার কাজ দেয়নি এনসিটিবি। বই ছাপার কাজ ওয়েব মেশিনে করা হচ্ছে। রোল কাগজ কেটে শিট মেশিনে কাজ করতে ২-৩ হাজার টাকা খরচ বাড়ে। শিট মেশিনের তুলনায় ওয়েব মেশিনে ঘণ্টায় তিন-চারগুণ বেশি প্রোডাকশন হয়। আগে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৯৬ দিন সময় দেওয়া হলেও এবার ক্ষেত্র বিশেষে ৬০-৭০ দিন সময় পেয়েছেন ঠিকাদাররা। এই সময়েও সব বই ছাপা শেষ করা সম্ভব।
মুদ্রণ শিল্প সমিতির সাবেক সভাপতি তোফায়েল খান বলেন, আগে যে প্রেসটির একটিও ওয়েব মেশিন ছিল না এখন দেখা যাচ্ছে সেটার তিনটি ওয়েব মেশিন আছে। শিট মেশিনের তুলনায় ওয়েব মেশিনে অনেক দ্রুত প্রিন্টিং হয়। এখন শিট মেশিনের সংখ্যা কমেছে, ওয়েব মেশিনের সংখ্যা বেড়েছে। এর কারণে আশা করা যায় ডিসেম্বরের মধ্যে কাজটি শেষ হবে। এছাড়াও প্রেসের ছাপানোর সক্ষমতা অনুসারেই ঠিকাদারি কাজ দেওয়া হয়েছে। কিছুদিন আগে নির্ধারিত সময়ে বই ছাপা নিয়ে আমরাও আশঙ্কায় ছিলাম। তবে সেটি এখন আর নেই। এরই মধ্যে বইয়ের ডেলিভারি শুরু হয়ে গেছে।
- বিএনপির ভবিষ্যৎ নেই: স্বাস্থ্যমন্ত্রী
- বাড়িতে অন্তঃসত্ত্বা প্রেমিকা দেখে পালালেন প্রেমিক
- আন্দোলনের নামে মানুষ হত্যাই বিএনপির মূল উদ্দেশ্য: চসিক মেয়র
- বিএনপির কর্মসূচির উদ্দেশ্য বিশৃঙ্খলা সৃষ্টি: তথ্যমন্ত্রী
- টেকনাফে বিদেশি মদ-বিয়ারসহ নারী আটক
- মঞ্চের সামনে দাঁড়ানো নিয়ে বিএনপির মারামারি
- রমজানে বিনা মূল্যে চাল পাবে ১ কোটি পরিবার
- ক্ষমা আল্লাহ প্রদত্ত গুণ
- শেখ হাসিনা মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করে চলছেন
- কমিশন অবাধ সুষ্ঠ গ্রহন যোগ্য নির্বাচন করবে
- যে পাঁচ কারণে পাইলস হতে পারে
- মাছ না মাংস, দ্রুত ওজন কমে কী খেলে
- মুগ পাকন পিঠা
- ফেসবুক ব্যবহারে দ্রুত শেষ হচ্ছে ফোনের চার্জ!
- ‘অ্যাভাটার ৩’-এ থাকছে চার্লি চ্যাপলিনের ছায়া! ব্যাপারটা কী?
- বিপিএল প্লে অফের চার দল চূড়ান্ত
- আওয়ামী লীগের সংসদীয় দলের সভা মঙ্গলবার
- এপ্রিলেই মিলবে ক্ষতিপূরণের ১২০ কোটি টাকা
- জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের সহ-সভাপতি হলো বাংলাদেশ
- ‘অ্যাডভোকেট-ক্লার্ক’ আইন হচ্ছে
- নিপাহ ভাইরাসে আক্রান্তদের জন্য হাসপাতাল প্রস্তুত রাখার নির্দেশ
- রোজা উপলক্ষে ভারত থেকে ৩৮০০ মেট্রিক টন মসুর ডাল আমদানি
- ২৮ জেলায় বিশেষ সতর্কতা
- বাংলাদেশ-ভারত অকৃত্রিম বন্ধু: প্রণয় ভার্মা
- দেশের জিন্সের বাজারে ৮৫% চাহিদা মেটাচ্ছে
- গণতন্ত্র সূচকে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ
- সমৃদ্ধ রাজস্ব ভাণ্ডার গড়ে তোলার ওপর প্রাধান্য দিচ্ছে সরকার
- সময়সূচিতে আসছে পরিবর্তন সুবর্ণ, সোনার বাংলা ও তূর্ণার
- পিন ছাড়াই কার্ডে লেনদেন ৫ হাজার টাকা
- ২৫ মিনিটেই বিমানবন্দর থেকে কমলাপুর
- ক্যান্সারের এই সাধারণ লক্ষণ অনেকেই চিনতে পারেন না, সতর্ক হন এখনই
- কাশির সঙ্গে কফ উঠছে? শরীরে বাসা বাঁধতে পারে যে রোগ
- জুনে মেসিদের ঢাকায় আসা নিয়ে কোনো আলোচনাই হয়নি!
- ওষুধ ছাড়াই কমবে কৃমি
- ডায়াবেটিসের যে লক্ষণ ফুটে ওঠে চোখে
- এই সাত লক্ষণ অবহেলা করলেই সর্বনাশ
- দেশে প্রথম মৃত মানুষের কিডনি দুজনের দেহে সফল প্রতিস্থাপন
- জনগণের পয়সায় সুযোগ-সুবিধা, তাদের সেবা করুন
- অন্তরঙ্গ অবস্থায় দেখে হাসাহাসি করায় স্কুলছাত্রকে হত্যা
- পাকস্থলী ক্যানসার: এই লক্ষণগুলো কি আপনার আছে?
- জাজিরায় অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় নিহতদের দাফনে সরকারি সহায়তা দান
- রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘে রেজুলেশন পাস
- ক্যান্সার কি, শুরু হয় কিভাবে, কত প্রকার?
- দেড় লক্ষাধিক মানুষকে শীতবস্ত্র দিলো যুবলীগ
- শরীরে ভিটামিন ডি-র ঘাটতি মেটাতে রইল ৬ টিপস
- ভেদরগঞ্জে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
- যেসব খাবারে পাবেন ভিটামিন ই
- উন্নয়ন চাইলে নৌকার পক্ষে ঐক্যবধ্য থাকুন
- নির্বাচন পর্যন্ত সতর্ক এবং মাঠে সক্রিয় থাকার নির্দেশ
- উন্নয়ন অগ্রযাত্রা চলমান রাখতে আগামী নির্বাচনে নৌকার থাকতে হবে