• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী আ.লীগ ক্ষমতায় আসে জনগণকে দিতে, আর বিএনপি আসে নিতে: প্রধানমন্ত্রী দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির

প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল নীলফামারীর ৫১ পরিবার

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২২  

নীলফামারীতে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল ৫১ পরিবার। মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে লক্ষ্মীচাপ ইউনিয়নের দুবাছুরি গ্রামে জমির দলিলসহ ঘরের চাবি হস্তান্তর করেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। এ সময় প্রতি পরিবারকে ১৫ কেজি করে চাল দেয়া হয়।

সদর উপজেলা প্রশাসন আয়োজিত ঘর বিতরণের এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাফিজুর রশিদ মঞ্জু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান শান্তনা চক্রবর্তী, জেলা পরিষদের সদস্য ইসরাত জাহান, সদর উপজেলা সমবায় কর্মকর্তা মনজুরুল মোর্শেদ তালকুদার, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াজুল ইসলাম, লক্ষ্মীচাপ ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার জানান, প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে তৃতীয় পর্যায়ে লক্ষ্মীচাপ ইউনিয়নে ওই ৫১ পরিবারকে জমিসহ সেমি-পাকাঘর দেয়া হলো।

পরে সংসদ সদস্য আসাদুজ্জামান নূর দুপুর ২টার দিকে নিজস্ব তহবিল থেকে জেলা সদরের টুপামারী ইউনিয়নের রামগঞ্জ বাজারে সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১২ ব্যবসায়ীর মধ্যে ১০ হাজার টাকা করে বিতরণ করেন।

উল্লেখ্য, সদর উপজেলায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ধাপে এখন পর্যন্ত ৭০৪ জনের ঠাঁই হয়েছে আশ্রয়ণ প্রকল্পের ঘরে। এর মধ্যে প্রথম পর্যায়ে ৯৯টি, দ্বিতীয় পর্যায়ে ২২০টি এবং তৃতীয় পর্যায়ে ৩১০টি ও চতুর্থ পর্যায়ে ৭৫ পরিবার রয়েছে।