• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

বাণিজ্যমেলায় দেড় কোটি টাকা ভ্যাট আদায়

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৩  

২৭তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় পণ্য বিক্রয়ের বিপরীতে এখন পর্যন্ত ভ্যাট আদায় হয়েছে প্রায় এক কোটি ৪৫ লাখ টাকা। আর ২৮ জানুয়ারির আদায়কৃত ভ্যাট যোগ হলে তা দেড় কোটি টাকা ছাড়িয়ে যাবে।
শনিবার রাজধানীর পূর্বাচলে মেলাপ্রাঙ্গণে থাকা ঢাকা পূর্ব কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।

এবারের বাণিজ্যমেলায় দেশ-বিদেশের মোট ৩৩১টি স্টল, প্যাভিলিয়ন ও মিনি প্যাভিলিয়ন রয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলছে বাণিজ্যমেলা। তবে সাপ্তাহিক ছুটির দিন রাত ১০টা পর্যন্ত মেলা চালু থাকছে। মেলায় প্রবেশমূল্য প্রাপ্তবয়স্কদের জন্য ৪০ টাকা এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য ২০ টাকা। অনলাইনে ৫০ শতাংশ ডিসকাউন্টেও মেলার টিকিট কেনা যাচ্ছে।

মেলায় ভ্যাট আদায়ের বিষয়ে ঢাকা পূর্ব কাস্টমস, এপাইজ ও ভ্যাট কমিশনারেটের উপকমিশনার ইফতেখার আলম ভূঁইয়া বলেন, আমাদের অফিসের আওতায় উপ-কমিশনার ও সহকারী কমিশনারের নেতৃত্ব ৮টি টিম ভ্যাট আদায়ে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরো বলেন, বাণিজ্যমেলায় সবচেয়ে বেশি ভ্যাট আদায় হয় ফার্নিচার খাত থেকে। কারণ এ খাতে অর্ডার সাধারণত বেশি হয়। তবে মজার বিষয় হচ্ছে, এ খাতে এগ্রিম যতটুক দেয়, তার ওপর ৫ শতাংশ হারে ভ্যাট পাওয়া যায়। যেখান থেকে পণ্য সরবরাহ করা হয়, সেখানে পুরো দাম দেওয়া হয়। ফলে ভ্যাটের সব অর্থ মেলাপ্রাঙ্গণ থেকে আসে না। অন্যান্য পণ্যের ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য।

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা-২০২৩ শেষ হচ্ছে মঙ্গলবার। সেই হিসেবে আজ মেলার শেষ সাপ্তাহিক ছুটির দিনে দুপুরের পর থেকেই উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। শুক্রবারও অতিরিক্ত ভিড় ছিল। রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) জানিয়েছে, শুক্রবার প্রায় সাড়ে তিন লাখ লোক মেলায় এসেছিলেন।