• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

জিরার দাম কমেছে

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৪ জুন ২০২৩  

আমদানি বাড়ায় দিনাজপুরের হিলিতে জিরার দাম কেজিতে ৬০ টাকা কমেছে। এক সপ্তাহ আগে প্রতি কেজি জিরা ৮২০ টাকা বিক্রি হলেও বর্তমানে তা ৭৬০ টাকায় বিক্রি হচ্ছে।
হিলি বাজারের মসলা দোকানি গোলাম মর্তুজা শিফাত বলেন, গত ঈদের পর থেকেই জিরার দামটা ঊর্ধ্বমুখী হতে শুরু করেছিল। ৫৮০ টাকা কেজির জিরা দাম বাড়তে বাড়তে ৮২০ টাকায় গিয়ে দাঁড়িয়েছিল। বর্তমানে দাম কিছুটা কমেছে, আশা করি, ঈদুর আজহার আগেই আরো কমবে।

হিলি বাজারে আসা গাইবান্ধার মোয়াজ্জেম হোসেন বলেন, হিলিতে দেশের অন্যান্য এলাকার চেয়ে তুলনামূলক মসলার দাম কম ও মান ভালো থাকে। এ কারণে প্রতিবছর এখান থেকে চাহিদামত মসলা কিনে নিয়ে যাই। সামনে কোরবানির ঈদ। এই সময়ে মসলার চাহিদা বেশি থাকে, তাই দাম যেন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা হয় সেই দাবি জানাচ্ছি।

হিলি স্থলবন্দরের জিরা আমদানিকারক সাইফুল ইসলাম বলেন, দেশের বাজারে জিরার দাম বেড়ে যাওয়ায় আমদানি বাড়িয়েছেন আমদানিকারকরা। মাঝে আমদানি কমে যাওয়ায় ভারতের বাজারেও জিরার দাম কিছুটা কমতে শুরু করেছে। এ দুই কারণে দেশেও জিরার দাম কমতে শুরু করেছে। আশা করি, আগামীতেও জিরাসহ সব মসলার দাম ক্রেতার নাগালের মধ্যেই থাকবে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, হিলি স্থলবন্দর দিয়ে জিরার আমদানি অব্যাহত রয়েছে। মাঝে আমদানির পরিমাণ কমে গিয়েছিল। বর্তমানে বন্দর দিয়ে জিরা আমদানি কিছুটা বেড়েছে।