• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ২৪ সেপ্টেম্বর, নেতৃত্বে শেকৃবি

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২২  

দেশের সরকারি ৮টি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা কার্যক্রম শুরু হচ্ছে ২৪ সেপ্টেম্বর। ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা কার্যক্রমে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) গুচ্ছ কৃষি ভর্তি পরীক্ষা পরিচালনার দায়িত্ব পালন করবে।

পূর্বের সাতটি বিশ্ববিদ্যালয়সহ এবার নতুন একটি কৃষি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে যুক্ত হতে যাচ্ছে। সে হিসেবে  মোট ৮টি বিশ্ববিদ্যালয় নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. লুৎফর হাসান জানান, গুচ্ছ ভর্তি পরীক্ষা হলে শিক্ষার্থী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় না। ভর্তি যুদ্ধে অনেক পরিবার এক লাখ টাকা পর্যন্ত খরচ করেন বলে আমরা দেখছি। সুতরাং এইখানে এটা লাঘব হবে।

এ ব্যাপারে শেকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভুঁইয়া বলেন, ভর্তি পরীক্ষা গ্রহণের তারিখ চূড়ান্ত করতে আমরা গুচ্ছভূক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সভায় বসেছিলাম। সভায় ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা এ বছরের ২৪ সেপ্টেম্বর গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। 
এ সময় তিনি আরো জানান, কোন বিশ্ববিদ্যালয়ে কত আসনে শিক্ষার্থী ভর্তি করাবে তা পরবর্তী সভার পরে জানানো হবে।

গুচ্ছের নেতৃত্ব নির্বাচনের পদ্ধতি সম্পর্কে শেকৃবি উপাচার্য প্রফেসর ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া বলেন, কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিষ্ঠার ক্রমানুসারে এ দায়িত্ব প্রদান করা হয়ে থাকে। সেই হিসেবে এবছর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় গুচ্ছের দায়িত্ব পালন করবে এবং নিয়ম অনুযায়ী আগামী গুচ্ছ ভর্তি পরীক্ষা অন্য একটি বিশ্ববিদ্যালয় পরিচালনা করবে বলে জানান তিনি।

গুচ্ছ পদ্ধতিতে নতুন যুক্ত হওয়া হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আবদুল বাসেত বলেন, এবছর হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় (হকৃবি) গুচ্ছ ভর্তি পদ্ধতিতে যাচ্ছে। এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন, কৃষি এবং মাৎস্যবিজ্ঞান অনুষদে ৩০ জন করে মোট ৯০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে বলে জানান তিনি।

গত দুইবারের ধারাবাহিকতায় তৃতীয়বারের মতো এবার কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথমবার ২০১৯-২০ শিক্ষাবর্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), দ্বিতীয়বার ২০২০-২১ শিক্ষাবর্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরপ্রবি) গুচ্ছের নেতৃত্ত্ব প্রদান করেছে।

২০২১-২২ শিক্ষাবর্ষে আটটি গুচ্ছভুক্ত কৃষি বিশ্ববিদ্যালয়গুলো হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি), সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি), পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি), চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্স বিশ্ববিদ্যালয় (সিভাসু) খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় (খুকৃবি) এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় (হকৃবি)।