• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

সাত কলেজের বিজ্ঞান অনুষদে ভর্তি পরীক্ষার সময় পরিবর্তন

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৩ জুলাই ২০২২  

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ জুলাই) ঢাবির ডেপুটি-রেজিস্ট্রার (শিক্ষা-২) মুনসী শামস উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা পূর্ব নির্ধারিত তারিখ শুক্রবার (১২ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ১২টার পরিবর্তে বিকাল ৩টা ৩০মিনিট হতে বিকাল ৪টা ৩০মিনিট পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শিক্ষার্থীরা ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ভর্তি বিষয়ক ওয়েবসাইট (https://collegeadmission.eis.du.ac.bd/) থেকে জানতে পারবেন ৷

ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজ হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ও সরকারি বাঙলা কলেজ।