• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

রাবিতে প্রতিবন্ধী কোটায় ভর্তির সাক্ষাৎকার ২২ অক্টোবর

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৮ অক্টোবর ২০২২  

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রতিবন্ধী কোটায় নির্বাচিত শিক্ষার্থীদের সাক্ষাৎকার শুরু হবে আগামী ২২ অক্টোবর।

সদ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ সম্মান শ্রেণিতে প্রতিবন্ধী কোটায় ছাত্র-ছাত্রী ভর্তির নির্বাচন কমিটির এক সভা আগামী ২২ অক্টোবর (শনিবার) সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। সভাটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের প্রধান চিকিৎসকের কক্ষে অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচন কমিটির সভায় নির্বাচনী সাক্ষাৎকার পরীক্ষায় অংশগ্রহণের জন্য তালিকাভুক্ত প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের সব পরীক্ষার মূল সনদপত্র ও সমাজকল্যাণ অধিদপ্তর কর্তৃক প্রদত্ত প্রতিবন্ধীর সনদপত্র নিয়ে উপস্থিত থাকতে হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.ru.ac.bd) ও চিকিৎসা কেন্দ্রের নোটিশ বোর্ড -এ প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের তালিকা রক্ষিত আছে।