• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

মহাকাশে সিনেমার শুটিং!

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৬ অক্টোবর ২০২১  

মহাকাশে প্রথম কুকুর, এরপর প্রথম নারী এবং পুরুষ, সবশেষ মহাকাশে সিনেমার শুটিং করার রেকর্ড করতে যাচ্ছে রাশিয়া। এর মধ্যদিয়ে যুক্তরাষ্ট্রকে টেক্কা দিচ্ছে দেশটি। মঙ্গলবার ‘দ্য চ্যালেঞ্জ’ সিনেমার শুটিং করতে পৃথিবী ছেড়েছেন রাশিয়ান উইলিয়া পেরেসিলদ এবং পরিচালক ক্লিম শিপেঙ্কো। 

বাংলাদেশ সময় বেলা তিনটার দিকে কাজাখস্তানের বাইকনুর কসমোড্রোম থেকে তারা যাত্রা শুরু করেন। তাদের বহনকারী মহাকাশযানটি সন্ধ্যা ৬টা ১২ মিনিটে মহাকাশ স্টেশনে পৌঁছেছে বলে জানানো হয়েছে।

রাশিয়ার এই দলের নেতৃত্ব দিচ্ছেন মহাকাশচারী অ্যান্টন শাকপ্লেরভ। ১২ দিনের এই মিশনে তারা মহাকাশযান সোয়ুজ এমএস ১৯ এ করে ঘুরবেন। এসময় শুটিং করবেন, দ্য চ্যালেঞ্জ নামের সিনেমাটির।  

রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থার মাধ্যমে সম্প্রচার করা বক্তব্যে অভিনেত্রী ইউলিয়া পেরেসিলদ বলেছেন, ‘আমার জন্য মহাকাশ একটি আকর্ষণীয় স্থান। সেখানে কোনো সীমান্ত নেই। সিনেমার চরিত্রের জন্য তিন হাজার ব্যক্তির মধ্যে আমাকে বাছাই করা হয়েছে।’

এই দলের নেতৃত্বে থাকা মহাকাশচারী শাকপ্লেরভ বলেছেন, ‘শুধু সিনেমা বানানোই আমাদের লক্ষ্য নয়, আমাদের জীবিত পৃথিবীতে ফিরে আসাও দরকার।’ 

এই অভিনেত্রী পরিচালক জুটি ১৭ অক্টোবর পৃথিবীতে ফিরে আসবেন বলে ধারণা করা হচ্ছে।

গত বছর হলিউড থেকে মহাকাশে একটি সিনেমার শুটিং করার কথা জানিয়েছিল যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। 

‘মিশন ইম্পসিবল’ সিরিজের সেই সিনেমার শুটিংয়ের জন্য জনপ্রিয় মার্কিন অভিনেতা টম ক্রুজকে মহাকাশে পাঠানোর কথাও জানানো হয়েছিল। ধারণা করা হচ্ছে সেই প্রকল্পকে টেক্কা দিতেই রাশিয়ার এই পদক্ষেপ। 

সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস