• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

কানে বাদ পড়ল নেটফ্লিক্স

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২২  

আর মাত্র এক মাস। এরপরই পর্দা উঠবে ৭৫তম কান চলচ্চিত্র উৎসবের। এবারের আসর শুরু হবে পরিচালক মিশেল হ্যাজানাভিসিয়াসের 'জেড' চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা গেছে, সিনেমাটি মূলত জোম্বিদের নিয়ে নির্মিত।

জোম্বি কমেডি ধাঁচের ছবিটি চলচ্চিত্রের প্রতি দর্শকের আবেগ জাগিয়ে তুলবে বলে মনে করেন উৎসবের পরিচালক থিয়েরি ফ্রেমোঁ। এর আগে ২০১৯ সালেও একই থিম নিয়ে কান উৎসব শুরু হয়েছিল। ১২ দিনব্যাপী উৎসবে টম ক্রুজের ‘টপ গান’-এর সিক্যুয়েল ছাড়াও অস্টিন বাটলার এবং টম হ্যাঙ্কস অভিনীত 'এলভিস' বায়োপিক প্রদর্শিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ ছাড়াও এবারের প্রতিযোগিতায় ভিগো মরটেনসেন, লিয়া সেডক্স ও ক্রিস্টেন স্টুয়ার্ট অভিনীত ডেভিড ক্রোনেনবার্গের 'ক্রাইমস অব দ্য ফিউচার'ও থাকবে বলে জানা গেছে। ইদ্রিস এলবা এবং টিল্ডা সুইন্টন অভিনীত জর্জ মিলারের 'থ্রি থাউজেন্ড ইয়ারস অব লংগিং' ছবিটি প্রতিযোগিতার বাইরে প্রদর্শিত হবে বলে নিশ্চিত করেছে কান কর্তৃপক্ষ।

এদিকে, ৭৫তম কান উৎসবে 'ফার্স্ট টাইম প্রজেক্টস' বা 'আঁ সাঁর্তে রিগা' ক্যাটাগরিতে মাকসিম নাকোনেচনির প্রথম চলচ্চিত্র 'বাটারফ্লাই ভিশন' প্রদর্শিত হবে। জানা গেছে, ইউক্রেনে সিনেমাটির শুটিং করা হয়েছে। ছবিতে একজন তরুণ ইউক্রেনীয় নারীর বন্দিদশা, মুক্তি, অতঃপর তার দেশে প্রত্যাবর্তনের গল্প ফুটে উঠেছে।

তবে গত মাসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রুশ-ইউক্রেন যুদ্ধ বন্ধ না হলে এবারের কান উৎসবে রাশিয়াকে বয়কট করার ঘোষণা দিলেও রুশ পরিচালক কিরিল সেরেব্রেননিকভের 'চাইকোভস্কি'স ওয়াফ' প্রদর্শিত হওয়ার খবর পাওয়া গেছে। এর কারণ হিসেবে জানা গেছে, রুশ অভিযানের বিরুদ্ধে সিনেমার পরিচালকের স্পষ্ট অবস্থান।

এর আগে ২০১৭ সালে নেটফ্লিক্সের সিনেমাকে কান উৎসবে জায়গা দিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন থিয়েরি ফ্রেমোঁ। তবে ওটিটি প্ল্যাটফর্মের আগে সিনেমা হলে চলচ্চিত্র মুক্তি দিতে কানের শর্ত পূরণে সম্মত না হওয়ায় এবারও প্রতিযোগিতা শাখায় জায়গা পায়নি নেটফ্লিক্স। যদিও ওটিটি প্ল্যাটফর্মের জন্য উদার হওয়ার ইঙ্গিত দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।