• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

‘দৃশ্যম ২’-এর দৃশ্য বেশ মনোরম! প্রথম দিনেই ১৫ কোটি পার

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২২  

চিত্রনাট্য টানটান। সেই সঙ্গে অজয় দেবগন পর্দায় একাই একশো। বিজয় সালগাঁওকরের চরিত্রে তাকে ‘রত্ন’ বলেই মনে করছেন অনুরাগীরা। প্রথম দিনে আয় হল ১৫ কোটির বেশি।

রিমেক হওয়া সত্ত্বেও কোনও বলিউড ছবি নিয়ে হইচই অনেক দিন পর। প্রথম দিনেই বক্স অফিস জমজমাট। অজয় দেবগন অভিনীত ‘দৃশ্যম ২’ ঝুলিতে ভরল ১৫ কোটি ৩৮ লক্ষ টাকা। ১৮ নভেম্বর মুক্তি পেয়েছে অভিষেক পাঠক পরিচালিত এই অপরাধমূলক থ্রিলার। প্রথম দিন প্রেক্ষাগৃহে এসেই মোহিত দর্শক। ইতিমধ্যেই বিপুল প্রশংসা পেয়েছে ‘দৃশ্যম ২’।

আইনের ফাঁক গলে পুলিশের প্রতিটা চালে পাল্টা চাল দেয় বিজয়। সেই ভূমিকায় অজয়ের অভিনয়ই এ ছবির মূল আকর্ষণ। টিকিটের এত চাহিদা যে, কুলিয়ে উঠতে পারছে না প্রেক্ষাগৃহগুলি।

মাল্টিপ্লেক্সগুলি মাঝরাতেও শো রাখতে বাধ্য হচ্ছে। সবাই দেখতে চাইছেন ‘দৃশ্যম ২’। এ ভাবে যদি চলে তা হলে বড়সড় লভ্যাংশ রাখতে পারে এই ছবি, এমনই অনুমান চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষকদের।

যে দৃশ্য দিয়ে শেষ হয়েছিল প্রথম ‘দৃশ্যম’, সেখান থেকেই শুরু হচ্ছে ‘দৃশ্যম ২’। তার পর অবশ্য গল্প এগিয়ে যায় সাত বছর। দর্শক যেমন সাত বছর আগের সালগাঁওকর পরিবারকে এখনও ভোলেননি, দেখা যায় সালগাঁওকর পরিবারও সাত বছর আগের সেই বিভীষিকা এখনও ভোলেননি।

২০১৩ সালে জীতু জোসেফ তৈরি করেন মালয়ালম ছবি ‘দৃশ্যম’। ২০১৫ সালে সেই ছবিরই রিমেক তৈরি করেছিলেন পরিচালক নিশিকান্ত কামাত। সে সময়ে ও রকম একটা টানটান থ্রিলার দেখে নড়েচড়ে বসেছিলেন গোটা দেশের দর্শক। সেই ছবির সিক্যুয়েল মালয়ালমে ইতিমধ্যেই গত বছর বানিয়ে ফেলেছেন জীতু জোসেফ। মোহনলাল অভিনীত ‘দৃশ্যম ২’ ছবিটি অনেকেই ঘরে বসে ওটিটি-তে দেখে ফেলেছেন। এ বার হিন্দিতে সেই সিক্যুয়েল পেয়ে দর্শকের উন্মাদনা তুঙ্গে।