• শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৬ ১৪৩০

  • || ০৫ রবিউল আউয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

হজ করতে সৌদির পথে রাখি সাওয়ান্ত

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৩  

দাম্পত্য জীবন নিয়ে আবারো আলোচনায় রয়েছেন বলিউডের ড্রামা কুইন খ্যাত তারকা রাখি সাওয়ান্ত। জেল থেকে ছাড়া পেয়ে রাখির ওপর একের পর এক অভিযোগ আনছেন তার স্বামী আদিল। অন্যদিকে রাখিও করছেন পাল্টা অভিযোগ। এছাড়া রাখির বিরুদ্ধে অভিযোগ এনেছেন তার প্রিয় বান্ধবী রাজশ্রী।
এদিকে রাখি জীবনের প্রথমবার হজে যাচ্ছেন। আদিলকে বিয়ে করে ইসলাম গ্রহণ করেন। রাখি নাম বদলে রাখেন ফতিমা। যদিও স্বামীর সঙ্গে যখন ঝামেলা চলছে সেই সময় জানান তাকে নাকি জোর করেই ধর্ম পরিবর্তন করিয়েছেন আদিল। যদিও স্বামীর সঙ্গে সম্পর্ক নেই। তবে ইসলাম ধর্মালম্বীদের নিয়মকানুন মানতে বিচ্যুত হননি।

কয়েকদিন আগেই মুম্বাইয়ের এক দরগায় মাথায় চাদর নিয়ে যেতে দেখা যায়। তবে সৌদি যাওয়ার আগে রাখি বলেন আদিল ও রাজশ্রী ষড়যন্ত্র করে তার ইনস্টাগ্রাম প্রোফাইল ‘হ্যাক’ করেছেন। যার ফলে তার প্রায় ১০ মিলিয়ান ফলোয়ার রাতারাতি হওয়া হয়ে গিয়েছে।

এসব প্রসঙ্গে রাখি বলেন, আমার ইনস্টাগ্রামের সবটাই ওদের জানা। আসলে ওরা আমাকে শান্তিতে বাঁচতে দেবে না। আমার জীবন অতিষ্ঠ করে তুলছে।

অন্যদিকে স্বামীর সঙ্গে কলহের মাঝে রাখি হজে যাওয়া বিষয়টি প্রচার বলে মনে করছেন নেটিজেনদের একাংশ। সব মিলিয়ে রাখি সাওয়ান্ত আবারও তুমুল আলোচনায় রয়েছেন।