• সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৬ ১৪৩০

  • || ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
২৫ দিনের হরতাল-অবরোধে গণপরিবহন খাতে ক্ষতি ১৭ হাজার কোটি আন্তর্জাতিক পর্বত দিবস আজ পর্বত পরিবেশের ভারসাম্য বজায় রাখার অন্যতম উপাদান: রাষ্ট্রপতি যুক্তরাষ্ট্র যেন বাংলাদেশকে আর মানবাধিকার শেখাতে না আসে: রাষ্ট্রপতি মার্চের দিকে দুর্ভিক্ষ ঘটাতে ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন বিশ্বে অনুকরণীয়: প্রধানমন্ত্রী বিএনপির পরবর্তী পরিকল্পনা দেশে দুর্ভিক্ষ ঘটানো : প্রধানমন্ত্রী বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিডিপিতে বস্ত্র খাতের অবদান ১৩ শতাংশ : প্রধানমন্ত্রী প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয় : রাষ্ট্রপতি

রুবিনা নাকি জোয়া, কাকে এগিয়ে রাখলেন ক্যাটরিনা

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৩  

যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের প্রথম সিনেমা ‘এক থা টাইগার’ মুক্তি পায় ২০১২ সালে। সিনেমাটিতে প্রথমবার পাকিস্তানি গোয়েন্দা সংস্থার এজেন্ট জোয়া চরিত্রে দেখা যায় ক্যাটরিনা কাইফকে। অন্যদিকে চলতি বছর একই ইউনিভার্সের ‘পাঠান’ সিনেমায় পাকিস্তানি গোয়েন্দা সংস্থার এজেন্ট রুবিনার চরিত্রে দেখা যায় দীপিকা পাড়ুকোনকে।

পর্দার দুই পাকিস্তানি এজেন্টের মধ্যে কাকে এগিয়ে রাখবেন ক্যাট? সম্প্রতি ইন্ডিয়া টুডের সঙ্গে এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে কথা বলেছেন তিনি।

২০১২ সালের পর মুক্তি পায় ‘টাইগার জিন্দা হ্যায়’। আর ১২ নভেম্বর মুক্তি পেয়েছে এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ‘টাইগার থ্রি’। সব মিলিয়ে তিনটি সিনেমায় জোয়া চরিত্রে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ।

 অন্যদিকে ‘পাঠান’ দিয়ে রুবিনা চরিত্রটিতে দীপিকা পাড়ুকোনের যাত্রা শুরু হলো মাত্র। অভিজ্ঞতার বিচারে কি তবে রুবিনার চেয়ে জোয়া এগিয়ে?

রুবিনা, নাকি জোয়া বেশি ভালো? ইন্ডিয়া টুডের এমন প্রশ্নের উত্তরে পরোক্ষভাবে নিজেকেই এগিয়ে রাখলেন ক্যাটরিনা। তিনি বলেন, ‘বিষয়টা বরং এভাবে ভাবা যাক—আমি চরিত্রগুলোর পেছনের গল্প পুরোপুরি জানি না। তবে জোয়া মনে হচ্ছে অনেক অভিজ্ঞ এজেন্ট। ফলে লড়াইয়ের অভিজ্ঞতা থেকেই তো এজেন্টরা অভিজ্ঞ হয়। এই প্রশ্নের উত্তর বরং আপনার (প্রশ্নকর্তা) জন্যই তোলা থাক।’

একই সাক্ষাৎকারে তাঁকে শাহরুখ খান ও হৃতিক রোশনের মধ্যেও তুলনা করতে বলা হয়। যশ রাজের স্পাই ইউনিভার্সের তাঁর দুজন যথাক্রমে পাঠান ও কবির চরিত্রে অভিনয় করেছেন।

এ প্রশ্নের অবশ্য কূটনৈতিক উত্তর দিয়েছেন ক্যাট, ‘প্রথমত আমি নিজে দুর্দান্ত এক সিনেমার অংশ। পাঠান ও কবির আমার সহযোগী। স্পাই ইউনিভার্সের দুর্দান্ত ব্যাপার হলো, এখানে চরিত্রগুলো দারুণভাবে লেখা হয়েছে। আমির নিজের করা জোয়া চরিত্রটিও খুব শক্তিশালী।’

১২ নভেম্বর মুক্তির পর গত ৬ দিনে ৩০০ কোটি রুপি আয় করেছে মনীশ শর্মা পরিচালিত সিনেমাটি। মনে করা হচ্ছে, চলমান বিশ্বকাপ ক্রিকেটের জন্য ছবির আয় কিছুটা কম হয়েছে। বিশ্বকাপ শেষে আয় আরও বাড়বে, এমন পূর্বাভাস দিয়েছেন বক্স অফিস বিশ্লেষকেরা।