• সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৬ ১৪৩০

  • || ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
২৫ দিনের হরতাল-অবরোধে গণপরিবহন খাতে ক্ষতি ১৭ হাজার কোটি আন্তর্জাতিক পর্বত দিবস আজ পর্বত পরিবেশের ভারসাম্য বজায় রাখার অন্যতম উপাদান: রাষ্ট্রপতি যুক্তরাষ্ট্র যেন বাংলাদেশকে আর মানবাধিকার শেখাতে না আসে: রাষ্ট্রপতি মার্চের দিকে দুর্ভিক্ষ ঘটাতে ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন বিশ্বে অনুকরণীয়: প্রধানমন্ত্রী বিএনপির পরবর্তী পরিকল্পনা দেশে দুর্ভিক্ষ ঘটানো : প্রধানমন্ত্রী বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিডিপিতে বস্ত্র খাতের অবদান ১৩ শতাংশ : প্রধানমন্ত্রী প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয় : রাষ্ট্রপতি

প্রাইভেটকারে গরু চুরি, পালাতে গিয়ে জনতার ধরা চোর

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২২  

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় দিনেদুপুরে প্রাইভেটকারে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় চোর জুয়েলকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। এ সময় চুরির কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি জ্বালিয়ে দেয় ক্ষুব্ধ এলাকাবাসী।
শনিবার দুপুরে উপজেলার ৯ নম্বর পরৈকোড়া ইউনিয়নের মাহাতা পাঠানিকোটা এলাকায় এ ঘটনা ঘটে। আটক জুয়েল পটিয়া উপজেলার চরখানাই গ্রামের বাসিন্দা। এ সময় পালিয়েছেন বাবুল এবং নুরুল আবছার।

স্থানীয় ইউপি সদস্য তৌহিদুল ইসলাম বলেন, পাঠানিকোটা বিশ্বাসবাড়ির প্রদীপ বিশ্বাসের গরু চুরি করে নিয়ে যাওয়ার কথা শুনে আমরা প্রাইভেটকারটি ধাওয়া করি। পরে কালীগঞ্জ রোডে গিয়ে কারটির নাগাল পায় জনতা। এ সময় এক চোরকে ধরা সম্ভব হলেও পারিয়েছেন চালকসহ আরো দুইজন।  

আনোয়ারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বেলাল হোসেন বলেন, পরৈকোড়াতে চোরাই কাজে ব্যবহৃত গাড়িতে স্থানীয়রা আগুন লাগিয়ে দেয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারা থানার ওসি মীর্জা মোহাম্মদ হাসান। তিনি বলেন, গরু চোরসহ গাড়িটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।