• বুধবার   ২২ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ৭ ১৪২৯

  • || ২৯ শা'বান ১৪৪৪

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
নতুন বাজার খুঁজে বের করতে বললেন প্রধানমন্ত্রী ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে সক্ষম হয়েছি দেশের সার্বভৌমত্ব রক্ষায় দক্ষ সশস্ত্র বাহিনী গড়ে তুলছি দুর্নীতি প্রতিরোধে দুদককে সর্বাত্মক প্রয়াস চালানোর নির্দেশ সরকারের পদক্ষেপের ফলে প্রায় শতভাগ শিশু ভর্তির হার অর্জিত হয়েছে ভারতকে চট্টগ্রাম ও সিলেট বন্দর ব্যবহারের প্রস্তাব জনগণ বিএনপি-জামায়াতকে আর ক্ষমতায় আসতে দেবে না: প্রধানমন্ত্রী উন্নয়ন অগ্রযাত্রায় জনগণের সুস্বাস্থ্য অপরিহার্য পূর্বশর্ত বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জঙ্গিদের নেটওয়ার্ক ধরতে সক্ষম হয়েছে র‌্যাব: প্রধানমন্ত্রী

সন্তান জন্ম দিয়ে পুরস্কার পেলেন এই যুবক

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২৩  

বিয়ে, সংসার মানেই প্রচুর টাকা খরচ। কিন্তু এমন কি শুনেছেন; এরজন্য টাকা খরচ নয়, বরং লক্ষাধিক টাকা পুরস্কার পাবেন আপনি। মুম্বাইয়ের যুবক মিথিলেশের জীবনে এমনটাই ঘটেছে। ২০২১ সালের মার্চে রাশিয়ায় গিয়েছিলেন মিথিলেশ। প্রিয়াংশু নামে এক ব্যক্তি তাকে সেসময় বেলারুশ যাওয়ার পরামর্শ দেন।

সেই পরামর্শ শুনে বেলারুশে যান মিথিলেশ। সেখানে গিয়ে জীবনে মোড় পুরোই বদলে যায় তার। একদিন বেলারুশে এক বন্ধুর জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন মিথিলেশ। সেখানেই দেখা লিসার সঙ্গে।

দুটি মনের মিলে যে ভাষাগত পার্থক্য যে কোনো সমস্যাই নয়, তাই আবার প্রমাণ হলো মিথিলেশের জীবনে। একে অন্যের কোনও কথাই বোঝার উপায় ছিল না তাদের। দোভাষীর মাধ্যমে কথা বলছিলেন দু’জন। ক্রমে আলাপ গাঢ় হয়। বার বার দেখা করতে থাকেন দু’জন। তারপর লিসাকে বিয়ের প্রস্তাব দেন মিথিলেশ। লিসা রাজিও হয়ে যান।

গত বছর ২৫ মার্চ দুই পরিবারের উপস্থিতিতে বিয়ে হয় লিসা আর মিথিলেশের। মাত্র ২ মাস আগে সন্তান জন্ম দেন লিসা। এরপরই বেলারুশ সরকার এককালীন লক্ষাধিক টাকা দিয়েছে মিথিলেশকে।

শুধু তাই নয়, আগামী তিন বছর, প্রতিমাসে মিথিলেশের অ্যাকাউন্টে ১৮ হাজার টাকা দেবে সরকার। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের বরাতে জানা যায়, মিথিলেশ জানিয়েছেন, সন্তান পালনের জন্য এ টাকা দিয়েছে বেলারুশ সরকার।

তবে শর্ত রয়েছে। মিথিলেশকে থাকতে হবে বেলারুশেই। শুধু মিথিলেশই নয়, যে কেউই বেলারুশ সরকারের এ পুরস্কার নিতে পারে। কেন জানেন?

২০১৫ সাল থেকে বেলারুশে একটি নিয়ম চালু হয়েছে। আর তাহলো সন্তান জন্ম দিলে দেশটির সরকার সে দম্পতিকে লক্ষাধিক টাকা পুরস্কার দেবে।

দেশের জনসংখ্যা বৃদ্ধির জন্যই এই পদক্ষেপ নিয়েছে বেলারুশ সরকার। সন্তান জন্মদানের পর তার প্রতিপালনের জন্য এ অর্থ পুরস্কার পায় দম্পতিরা।

অনেক পরিবার সামর্থ্য না থাকায় একের বেশি সন্তান নিতে চান না। তাদের উৎসাহ দিতেই এই অনুদান দিচ্ছে বেলারুশ সরকার। তাই এ সুযোগ নিতে চাইলে আপনিও পাড়ি জমাতে পারেন সদূর বেলারুশে।