• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

৬ সেন্টিমিটার লেজ নিয়ে শিশুর জন্ম

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৩  

মেরুদণ্ডের শেষাংশ থেকে গজিয়েছে মাংসপিণ্ড। মোটা থেকে ক্রমশ তা সরু হয়ে শেষটা বাঁক খাওয়ানো। এমনই ৬ সেন্টিমিটার লম্বা লেজ নিয়ে ব্রাজিলের এক শিশুর জন্ম হয়েছে। সম্প্রতি ঘটনাটি প্রকাশ্যে আসলে এ নিয়ে শোরগোলে পড়ে যায়।

এ দিকে, জন্মের পরেই অস্ত্রোপচার করে ওই শিশুর লেজ বাদ দেওয়া হয়েছিল। জার্নাল অফ পিডিয়াট্রিক সার্জারি কেস রিপোর্টসে ঘটনাটি প্রকাশিত হয়েছে।

চিকিৎসকদের বক্তব্য, স্পাইনা বিফিডা একটি জন্মগত অস্বাভাবিকতা। ফলে শিশুর মেরুদণ্ডের শেষের দিকে মাংসপিণ্ড গজায়। জন্মের সময়েই শিশুটির মধ্যে তা উপস্থিত ছিল। ফলে লেজের দৈর্ঘ্য হয় ছয় সেন্টিমিটার।

গবেষকদের বক্তব্য, সদ্যোজাতর মায়ের কোনো অসুখ ছিল না। তিনি নেশাও করতেন না। তথাপি ককেসাস অঞ্চলে অস্বাভাবিক মাংসপিণ্ড নিয়ে জন্মেছিল শিশুটি। জন্মের পরেই অস্ত্রোপচারে যা বাদ দেওয়া হয়। বর্তমানে তিন বছর বয়স শিশুটির। নতুন করে কোনো অস্বাভাবিকতা মেলেনি তার। তবে শিশুটির উপর নজর রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

চিকিৎসকদের বক্তব্য, ৪-৮ সপ্তাহের গর্ভাবস্থায় ভ্রূণের এমন লেজ গঠন হয়। কিন্তু আট সপ্তাহ পর থেকেই সেই লেজের বৃদ্ধি বন্ধ হয়ে তা সংকুচিত হতে থাকে, সেটাই কালক্রমে টেইল বোনের রূপ নেয়। কিন্তু ব্রাজিলের এই শিশুর ক্ষেত্রে ভ্রূণ অবস্থার লেজের বৃদ্ধি আর বন্ধ হয়নি।

উল্লেখ্য, ব্রাজিলে এর আগে ১২ সেন্টিমিটার লম্বা লেজ নিয়ে জন্মেছিল একটি শিশু। ওই ঘটনাতেও বিরাট শোরগোল পড়ে গিয়েছিল।