• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

পুলিশে চাকরি পেল ৫ বছরের ছেলে

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৫ মার্চ ২০২৩  

বাবা পুলিশে চাকরি করতেন। কর্তব্যরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন। এ ঘটনার পর তার পাঁচ বছর বয়সী ছেলেকে শিশু কনস্টেবল পদে নিয়োগ দিয়েছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ভারতের ছত্তিশগড়ে।
শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, ভারতের ছত্তিশগড়ের একটি থানায় কর্মরত ছিলেন রাজকুমার রাজওয়াদে। তিনি সড়ক দুর্ঘটনায় নিহত হন। তার স্ত্রী ও পাঁচ বছরের বয়সের ছেলে রয়েছে। রাজকুমারই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। রাজকুমারের মৃত্যুতে অসহায় হয়ে পড়ে তার পরিবার।

এজন্য রাজকুমারের ছেলে নমন রাজওয়াদেকে শিশু কনস্টেবল পদে নিয়োগ দিয়েছে প্রশাসন। প্রাক-প্রাথমিক স্তরের শিক্ষার্থী নমন। তাকে ছত্তিশগড়ের সরগুজা এলাকায় নিযুক্ত করা হয়েছে।

এ বিষয়ে পুলিশ সুপার ভাবনা গুপ্তা জানান, পুলিশ হেডকোয়ার্টার এবং প্রশাসনের সমস্ত নিয়ম মেনেই নমনকে শিশু কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হয়েছে।

পুলিশ হেডকোয়ার্টারের নিয়ম অনুযায়ী, কোনো পুলিশ সদস্যের কর্তব্যরত অবস্থায় মৃত্যু হলে তার পরিবারের ১৮ বছরের কম বয়সী কোনো সদস্যকে শিশু কনস্টেবল পদে নিয়োগ দেওয়া যায়। একইসঙ্গে শিশুটির বয়স ১৮ বছর হলে তাকে পূর্ণকালীন সময়ের জন্য কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হবে বলে।