• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

বোরকা পরে নারীদের দাবা টুর্নামেন্টে পুরুষ

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৩  

আফ্রিকার দেশ কেনিয়ায় নারীদের জন্য আয়োজিত দাবা টুর্নামেন্টে বোরকা পরে নারীর বেশে অংশ নিয়ে ধরা পড়েছেন এক যুবক। ২৫ বছর বয়সী ওই যুবকের এমন প্রতারণা ধরা পড়েছে একেবারে টুর্নামেন্টের শেষ দিকে গিয়ে। স্ট্যানলি ওমন্ডি নামের ওই যুবক নিজের প্রতারণার কথা স্বীকার করে বলেছেন, আর্থিক টানাপোড়েনের কারণে তিনি এই প্রতারণার পথ বেছে নিতে বাধ্য হয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, বোরকা ও চোখে চশমা পরে ওই যুবক তার পরিচয় গোপন রাখতে সক্ষম হন। আর এই টুর্নামেন্টে মিলিসেন্ট আওর ছদ্মনামে নিবন্ধন করেছিলেন স্ট্যানলি ওমন্ডি।

চেজ ডটকমের তথ্য অনুযায়ী, আয়োজকরা প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসাবাদ করবেন কি না তা নিয়ে দ্বিধায় পড়ে যান। টুর্নামেন্টের চতুর্থ রাউন্ডের পর তদন্তের সিদ্ধান্ত নেন তারা।

এরপর তাকে একটি কক্ষে নিয়ে তার পরিচয় জানতে চাওয়া হয়। সেখানেই নিজের আর্থিক সংকটের কারণে পরিচয় লুকিয়ে নারীদের এই টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা স্বীকার করেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ওমন্ডি।

এক চিঠিতে তিনি লিখেছেন, আমার এমন প্রতারণার নেপথ্যে রয়েছে অর্থনৈতিক সংকট। তবে এমন কাজের জন্য আমি গভীরভাবে অনুতপ্ত। আমি যেকোনও পরিণতি মেনে নেওয়ার জন্য প্রস্তুত।

পরে ওমন্ডিকে এই টুর্নামেন্টে অযোগ্য ঘোষণা করা হয় এবং তিনি যেসব ম্যাচে জিতেছিলেন, সেসব ম্যাচের পয়েন্ট হেরে যাওয়া প্রতিযোগীদের দেওয়া হয়।

বিবিসি বলছে, গত সপ্তাহে কেনিয়ার রাজধানী নাইরোবিতে কেনিয়া ওপেন অনুষ্ঠিত হয়েছে। এবারের এই টুর্নামেন্টে বিশ্বের ২২ দেশের চার শতাধিক প্রতিযোগী অংশ নিয়েছিলেন।