• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ইউক্রেনকে ৪ হাজার কোটি ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১১ মে ২০২২  

ইউক্রেনের সহায়তায় ৪ হাজার কোটি ডলারের প্যাকেজ অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। ৩৬৮-৫৭ ভোটের ব্যবধানে এই প্যাকেজটি মার্কিন কংগ্রেসে পাস হয়।

বুধবার (১১ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের সহায়তা প্যাকেজ প্রস্তাব অনুমোদনের জন্য পক্ষে রায় দিয়েছেন ডেমোক্র্যাটদের সকলেই। আর রিপাবলিকান পার্টির প্রতি চারজনের মধ্যে তিনজনই প্রস্তাবের পক্ষে রায় দিয়েছেন।

এর আগে মার্কিন কংগ্রেস গত মার্চে ইউক্রেনকে সহায়তার জন্য ১ হাজার ৩৬০ বিলিয়ন ডলারের সহায়তা দেওয়ার ঘোষণা দেয়। নতুন সহায়তা প্যাকেজ পাস হওয়ায় দুই দফায় ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সহায়তার পরিমাণ দাঁড়াল ৫ হাজার ৩৬০ বিলিয়ন ডলারে।

ইউক্রেনকে ৩ হাজার ৩০০ কোটি ডলার সহায়তা দিতে চান বাইডেনইউক্রেনকে ৩ হাজার ৩০০ কোটি ডলার সহায়তা দিতে চান বাইডেন

গত ২৮ এপ্রিল ইউক্রেনকে যুদ্ধকালীন সহায়তা হিসেবে কংগ্রেসের কাছে ৩ হাজার ৩০০ কোটি ডলার চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন বলেন, ‘যুক্তরাষ্ট্র রাশিয়া আক্রমণ করছে না, বরং ইউক্রেনকে সামরিক, অর্থনৈতিক ও মানবিক সহায়তা দিচ্ছে।’