• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

রানির রাজকীয় অন্ত্যেষ্টিক্রিয়া সোমবার

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২২  

রানি দ্বিতীয় এলিজাবেথের রাজকীয় অন্ত্যেষ্টিক্রিয়া সোমবার (১৯ সেপ্টেম্বর)। শেষ শ্রদ্ধা জানাতে ঢল নেমেছে সাধারণ মানুষের। ওয়েস্টমিনস্টার হলে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে আরও ছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোসহ বিশ্বনেতারা।

ওয়েস্টমিনস্টার হলে একে একে ঢোকেন বিশ্বনেতারা। রোববার (১৮ সেপ্টেম্বর) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের দেখা যায় ওয়েস্টমিন্সটার হলে। একই সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও যান রানির প্রতি শ্রদ্ধা জানাতে। ওয়েস্টমিনস্টার হলে তার সঙ্গে যান ছোট বোন শেখ রেহানা। আজ রানির শেষকৃত্যানুষ্ঠান, তাই শেষ শ্রদ্ধা জানাতে অংশ নিয়েছেন অন্তত দুইশ দেশের নেতারা।

রয়র্টাসের ভিডিওতে দেখা যায়, রোববার ওয়েস্টমিনস্টার হলে ঢুকে ব্যালকনিতে দাঁড়িয়ে রানির মরদেহের সামনে শ্রদ্ধা জানান নেতারা। এ সময় জো বাইডেন ও তার স্ত্রী জিল বাইডেন, ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কা, স্পেন ও সুইডেনের রাজাকেও রানির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে দেখা যায়। পরে একটি শোক বইয়ে স্বাক্ষর করেন বাইডেন, জিল বাইডেন ও ওলেনা জেলেনস্কা।

এদিন রাতে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস ও তার স্বামী ওয়েস্টমিনস্টার হলে হাজার হাজার ব্রিটেনবাসীর সঙ্গে রানির প্রতি সম্মান জানাতে এক মিনিট নীরবতা পালন করেন। যুক্তরাজ্যজুড়েই এ নীরবতা পালন করা হয়। ওয়েস্টমিনস্টার হল, উইন্ডসর কাসেলের সামনে উপস্থিত হন কয়েক হাজার মানুষ।

এদিকে রানি দ্বিতীয় এলিজাবেথকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে বেড়েই চলেছে মানুষের ভিড়।

রানি দ্বিতীয় এলিজাবেথের রাজকীয় অন্ত্যেষ্টিক্রিয়া সোমবার (১৯ সেপ্টেম্বর)। শেষ শ্রদ্ধা জানাতে ঢল নেমেছে সাধারণ মানুষের। ওয়েস্টমিনস্টার হলে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে আরও ছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোসহ বিশ্বনেতারা।

ওয়েস্টমিনস্টার হলে একে একে ঢোকেন বিশ্বনেতারা। রোববার (১৮ সেপ্টেম্বর) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের দেখা যায় ওয়েস্টমিন্সটার হলে। একই সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও যান রানির প্রতি শ্রদ্ধা জানাতে। ওয়েস্টমিনস্টার হলে তার সঙ্গে যান ছোট বোন শেখ রেহানা। আজ রানির শেষকৃত্যানুষ্ঠান, তাই শেষ শ্রদ্ধা জানাতে অংশ নিয়েছেন অন্তত দুইশ দেশের নেতারা।

রয়র্টাসের ভিডিওতে দেখা যায়, রোববার ওয়েস্টমিনস্টার হলে ঢুকে ব্যালকনিতে দাঁড়িয়ে রানির মরদেহের সামনে শ্রদ্ধা জানান নেতারা। এ সময় জো বাইডেন ও তার স্ত্রী জিল বাইডেন, ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কা, স্পেন ও সুইডেনের রাজাকেও রানির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে দেখা যায়। পরে একটি শোক বইয়ে স্বাক্ষর করেন বাইডেন, জিল বাইডেন ও ওলেনা জেলেনস্কা।

এদিন রাতে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস ও তার স্বামী ওয়েস্টমিনস্টার হলে হাজার হাজার ব্রিটেনবাসীর সঙ্গে রানির প্রতি সম্মান জানাতে এক মিনিট নীরবতা পালন করেন। যুক্তরাজ্যজুড়েই এ নীরবতা পালন করা হয়। ওয়েস্টমিনস্টার হল, উইন্ডসর কাসেলের সামনে উপস্থিত হন কয়েক হাজার মানুষ।

এদিকে রানি দ্বিতীয় এলিজাবেথকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে বেড়েই চলেছে মানুষের ভিড়।