• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

খেরসন শহরে প্রবেশ করে ইউক্রেনের সেনাদের উল্লাস

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২২  

ইউক্রেনের খেরসন শহর থেকে রুশ সেনা প্রত্যাহারের পর সেখানে প্রবেশ করেছে ইউক্রেনীয় সেনা বাহিনী। প্রবেশের পর উল্লাসে ফেটে পড়েছেন সেনারা, যা সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
ইউক্রেনের গোয়েন্দা বাহিনীর বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, রুশ সেনা প্রত্যাহারের পর তাদের সেনাবাহিনী খেরসনে প্রবেশ করেছে।

ইউক্রেনীয় গোয়েন্দা দফতরের ঘোষণার মাধ্যমে খেরসনে ইউক্রেনীয় বাহিনীর প্রবেশের অফিশিয়াল ঘোষণা আসলো।

ইউক্রেনের গোয়েন্দা বাহিনী আরো বলেছে, রুশ কমান্ডারদের নির্দেশে বেসামরিক নাগরিকদের পোশাকে এখনো খেরসনে অবস্থান করছে রুশ সেনারা। তাদের আত্মসমর্পণের আহ্বান জানানো হয়েছে। আত্মসমর্পণ করলে তাদের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হবে।

ইউক্রেনীয় গোয়েন্দা বাহিনী বলেছে, মৃত্যু এড়াতে রুশ সেনাদের সামনে একটি সুযোগই আছে। তাহলো তাৎক্ষণিকভাবে আত্মসমর্পণ করা।