• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী আ.লীগ ক্ষমতায় আসে জনগণকে দিতে, আর বিএনপি আসে নিতে: প্রধানমন্ত্রী দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির দেশবাসী ও মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী কিশোর অপরাধীদের মোকাবেলায় বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ব্রাজিলকে সরাসরি তৈরি পোশাক নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাইয়ে ব্রাজিল সফর করতে পারেন প্রধানমন্ত্রী আদর্শ নাগরিক গড়তে প্রশংসনীয় কাজ করেছে স্কাউটস: প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় স্কাউট আন্দোলনকে বেগবান করার আহ্বান

আসছে ৪৪তম বিসিএস, পদ ১৭১০

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২১  

অবশেষে প্রথম শ্রেণির ক্যাডার চাকরিপ্রত্যাশীদের অপেক্ষার অবসান হচ্ছে। আসন্ন ৪৪তম সাধারণ বিসিএসে ১ হাজার ৭১০ জন প্রথম শ্রেণির ক্যাডার কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হবে। 

বিষয়টি নিশ্চিত করেছে জনপ্রসাশন মন্ত্রণালয়।

জনপ্রসাশন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব বলেন, কয়েক মাস পর্যালোচনার পর আমরা ৪৪তম বিসিএসের কার্যক্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে শেষ করে পিএসসিতে পাঠিয়েছি। বিভিন্ন মন্ত্রণালয় থেকে চাহিদাপত্র নিয়ে কতজনকে কোথায় নেয়া হবে তা ঠিক করা হয়েছে। এখন নিয়োগের কার্যক্রম শুরু করতে পিএসসিকে বলা হয়েছে।

পিএসসির একজন সদস্য বলেন, ৩০ নভেম্বর পিএসসিতে ডাকা একটি বিশেষ সভায় ৪৪তম বিসিএসের বিষয়ে আলোচনা হতে পারে। দ্রুত সময়ের মধ্যেই ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করার প্রস্তুতি আছে পিএসসির। এ মাসের মধ্যেই আমাদের বিজ্ঞপ্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এ করোনাকালে ৪২তম বিশেষ বিসিএসের কার্যক্রম হাতে নেয় সরকার। করোনা মোকাবিলার জন্য এ বিশেষ বিসিএস থেকে ৪ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হয়। এছাড়া ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে ২৯ নভেম্বর। এখানে প্রায় ২১ হাজার প্রার্থী অংশ নেবেন।

সর্বশেষ গত ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি অনুষ্ঠিত হয়। এতে চার লাখের বেশি প্রার্থী আবেদন করেছিলেন। এ পরীক্ষার ফল এখনো প্রকাশ করেনি পিএসসি।