• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

বুয়েটে একাধিক পদে চাকরির সুযোগ

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২২  

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) একাধিক পদে চাকরির জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি তাদের সাতটি বিভাগে শিক্ষক নিয়োগ দিবে। সেগুলোর মধ্যে রয়েছে প্রভাষক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক পদে চাকরি। আগ্রহী প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন। 

বিভাগের নাম: স্থাপত্য বিভাগ   
পদের নাম : সহযোগী অধ্যাপক 
পদের সংখ্যা- ২টি 
পদের ধরন : স্থায়ী পদ 
বেতন স্কেল : ৫০ হাজার থেকে ৭১ হাজার ২০০ টাকা। 

পদের নাম : সহকারী অধ্যাপক 
পদের সংখ্যা- ২টি স্থায়ী পদ ও ১টি অস্থায়ী পদ (অধ্যাপক পদের বিপরীতে) 
বেতন স্কেল : ৩৫ হাজার ৫০০ টাকা থেকে ৬৭ হাজার ১০ টাকা। 

বিভাগের নাম : বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগ
সহযোগী অধ্যাপক- ১টি 
পদের ধরন : অস্থায়ী পদ (অধ্যাপক পদের বিপরীতে) 
বেতন স্কেল : ৫০ হাজার থেকে ৭১ হাজার ২০০ টাকা। 

বিভাগের নাম : রসায়ন বিভাগ 
পদের নাম : সহযোগী অধ্যাপক 
পদের সংখ্যা : ১টি 
পদের ধরন : স্থায়ী পদ
বেতন স্কেল : ৫০ হাজার থেকে ৭১ হাজার ২০০ টাকা। 

বিভাগের নাম: নৌযান ও নৌযন্ত্র কৌশল বিভাগ 
পদের নাম : সহকারী অধ্যাপক 
পদের সংখ্যা : ১টি স্থায়ী পদ ও ১টি অস্থায়ী (সহযোগী অধ্যাপকের বিপরীতে) 
বেতন স্কেল : ৩৫ হাজার ৫০০ টাকা থেকে ৬৭ হাজার ১০ টাকা। 

বিভাগের নাম: ইনস্টিটিউট অব নিউক্লিয়ার পাওয়ার ইঞ্জিনিয়ারিং 
পদের নাম : সহকারী অধ্যাপক 
পদের সংখ্যা– ১টি 
পদের ধরন : স্থায়ী পদ 
বেতন স্কেল : ৩৫ হাজার ৫০০ টাকা থেকে ৬৭ হাজার ১০ টাকা। 

পদের নাম : প্রভাষক 
পদের সংখ্যা– ১টি অস্থায়ী পদ। 
বেতন স্কেল : ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা। 

বিভাগের নাম: পুরকৌশল বিভাগ 
পদের নাম : প্রভাষক
পদের সংখ্যা- ২টি 
পদের ধরন : অস্থায়ী পদ
বেতন স্কেল : ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা। 

বিভাগের নাম: নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ 
পদের নাম : প্রভাষক 
পদের সংখ্যা- ২টি 
পদের ধরন: অস্থায়ী পদ 
বেতন স্কেল: ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা। 

যেভাবে করবেন আবেদন: 

বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আগের ও বর্তমান চাকরির পদমর্যাদা, বেতন স্কেল ও তারিখ উল্লেখ করে ১৫ সেট আবেদনপত্র রেজিস্ট্রার বরাবর জমা দিতে হবে। আবেদন ফরম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। 

আবেদন ফি: 

সহযোগী অধ্যাপক পদের জন্য আবেদন ফি ১০০০ টাকা এবং অন্যান্য পদের জন্য আবেদন ফি ৭৫০ টাকা মূল্যের ব্যাংক ড্রাফট/ পে-অর্ডার অথবা কম্পট্রোলার অফিস কর্তৃক প্রদত্ত নির্ধারিত জমা রশিদের মাধ্যমে সোনালী ব্যাংক বুয়েট শাখায় জমা দিয়ে আবেদনের সঙ্গে রশিদ সংযুক্ত করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৯ ফেব্রুয়ারি ২০২২।