• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

শেখ হাসিনার সরকার ক্রীড়াকে প্রাধান্য দেয়: প্রাণিসম্পদমন্ত্রী

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২২  

যোগ্য খেলোয়াড় গড়ে তুলতে পৃষ্ঠপোষকতার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেন, শিক্ষার্থীদের পৃষ্ঠপোষকতা দিয়ে আগামী দিনের জন্য যোগ্য খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে হবে। শেখ হাসিনার সরকার সর্বদা ক্রীড়াকে প্রাধান্য দিয়ে থাকে। কারণ প্রধানমন্ত্রী মনে করেন সুস্থ দেহ, সুস্থ মন গড়তে হলে ক্রীড়া চর্চার কোনও বিকল্প নাই।

সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকালে পিরোজপুর জেলা স্টেডিয়ামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পিরোজপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিস এ টুর্নামেন্টের আয়োজন করে।

মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের যথাযথ পৃষ্ঠপোষকতা দিন যাতে তারা ক্রীড়া নৈপুণ্যের মাধ্যমে দেশের নাম উজ্জ্বল করতে পারে। পিরোজপুর জেলায় অনেক ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকের জন্ম হয়েছে। আমরা এ ধারা ধরে রাখতে চাই।

পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মাদ জাহেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ মোহাম্মাদ সাঈদুর রহমান, সদ্য পদোন্নতি পাওয়া পুলিশ সুপার মোল্ল্যা আজাদ হোসেন ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কুমারেশ চন্দ্র গাছি উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে নাজিরপুর উপজেলার ৬৫ নম্বর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মঠবাড়িয়া উপজেলার ৫৬ নম্বর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৭-৬ গোলে পরাজিত করে। এছাড়া মঠবাড়িয়া উপজেলার ১০২ নম্বর গুলিশাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভান্ডারিয়া উপজেলার ৯২ নম্বর পৈকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-১ গোলে পরাজিত করে। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী ও বিজিত খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।