• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

চুল বেঁধে ঘুমালে ভয়ানক ক্ষতি

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৯ নভেম্বর ২০২১  

রাতে চুল বেঁধে ঘুমানোর অভ্যাস প্রায় সব নারীদেরই আছে। অনেকেই উচু করে খোঁপা করেন, কেউ কেউ আবার চুলের আগা ফেটে যাওয়ার ভয়ে বেণী করে ঘুমান। তবে জানেন কি, ঘুমানোর সময় চুল বেঁধে রাখার অভ্যাসটি আপনার জন্য বয়ে আনতে পারে ভয়ানক বিপদ! ঘুমানোর সময় চুল বেঁধে রাখা টাক পড়ার কারণ হয়ে দাঁড়ায়!

সাম্প্রতিক গবেষণা বলছে, চুল বেঁধে ঘুমানোর ফলে স্ক্যাল্পে টান পড়ে। ফলে চুল পড়ার সমস্যা বেড়ে যায়। গবেষণার তথ্য মতে, টাক পড়ে যাওয়ার অন্যতম কারণের মধ্যে আছে চুল বেঁধে শোয়ার এই অভ্যাস।

এরই মধ্যে যাদের চুল পড়ার পরিমাণ বেড়েছে কিংবা টাক পড়ে যাচ্ছে, তারা সেই ক্ষতি পুষিয়ে নিতে এখন থেকেই চুল না বেঁধে ঘুমনোর অভ্যাস গড়ুন। উপকৃত হবেন।

ত্বক ও চুল ভালো রাখতে বালিশে সিল্কের কভার ব্যবহার করুন। চুল ওঠার পরিমাণও কমবে আবার ক্ষতিও হবে না। নিয়মিত বালিশের কভার পরিষ্কার রাখতে ভুলবেন না।

রাতে চুল খোলা রেখে ঘুমালে ধীরে ধীরে চুল আবার গজাতে থাকবে। তবে চুল খোলা রেখে ঘুমাতে অস্বস্তি হলে হালকা বেণী করতে পারেন। কিন্তু খেয়াল রাখবেন চুল বাঁধা যেন টাইট না হয়। এছাড়াও কখনো ভেজা চুলে ঘুমাবেন না। চুল শুকিয়ে নিয়ে তবেই ঘুমাবেন।