• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

শীতে ফাটা পা ভালো করবে পেঁয়াজ

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২১  

শীতে ফাটা পা নিয়ে সমস্যায় পড়তে হয় অনেককেই। কারও কারও গোড়ালি ফাটার কারণে মাটিতে পা ফেলতেও সমস্যা হয়। ভালো কোনো জুতোও পরা যায় না লজ্জায়। তাই শীতে পায়ের বাড়তি যত্ন পেঁয়াজই হতে পারে সমাধান।

নিয়মিত পা পরিষ্কার রাখুন। গোসলের সময় ফুট স্ক্রাবার দিয়ে পায়ের গোড়ালি ঘষে নিন। ঘুমনোর সময় পায়ে ক্রিম মাখুন। বাইরে বেরোলে পায়ে মোজাও পরতে পারেন। আর সঙ্গে পেঁয়াজের ম্যাজিক রেসিপিও ব্যবহার করতে পারেন আপনি।

দেখে নিন, কীভাবে তা বানাবেন-

পেঁয়াজের মধ্যে থাকা ফসফরাস, দস্তা, ম্যাগনেসিয়াম এবং আয়রন খুব উপকারে আসে এক্ষেত্রে। পেঁয়াজে রয়েছে ভিটামিন এ, সি ও ই। ভিটামিন সি ত্বককে সুস্থ রাখে এবং ভিটামিন ই ত্বকের আর্দ্রতা বজায় রাখে। 

ব্লেন্ডারে পেঁয়াজ ব্লেন্ড করে রস বানিয়ে নিন। তার মধ্যে এক চামচ মধু ও অলিভ অয়েল মিশিয়ে গোড়ালির ফাটা স্থানে ব্যবহার করুন। ২০ থেকে ২৫ মিনিট মাসাজ করে ঠান্ডা পানিতে পা ধুয়ে নিন। এক সপ্তাহ নিয়মিত ব্যবহার করলেই ভালো ফল পাবেন পা ফাটা দূর করার জন্য।