• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

শ্যাম্পু কেনার সময় খেয়াল রাখুন

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২২  

পরিপূর্ণ গোসলের জন্য ভালো করে চুল ধুয়ে নেয়ার প্রয়োজন হয়। আর সেজন্য প্রয়োজন হয় ভালো মানের শ্যাম্পু। নাহলে চুলের ক্ষতি।বিশেষজ্ঞরা বলেন, চুলের যত্ন সঠিক শ্যাম্পুর ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু বেশিরভাগ মানুষই তা করেন না। কেউ বিজ্ঞাপনের চটকে ভুল শ্যাম্পু ব্যবহার করে ফেলেন, কেউ আবার শ্যাম্পু নিয়ে অত মাথাই ঘামান না।
>> শ্যাম্পু নির্বাচনের ক্ষেত্রে কয়েকটি বিষয় অবশ্যই মাথায় রাখবেন। অ্যানিওনিক সালফেটস দেওয়া শ্যাম্পু ব্যবহার করা উচিত নয় এতে চুলের খুব ক্ষতি হয়। এই ধরনের কেমিক্যাল মাথার চুল শুষ্ক করে দিতে পারে। আবার চুলের গোড়া দুর্বলও করে দেয়।

>> ভেষজ শ্যাম্পু ব্যবহার করতেই পারেন কিন্তু বুঝে শুনে। কারণ এই ধরনের শ্যাম্পুতে সাধারণত H+ উপাদান থাকে। যা চুলের গোড়ার অংশের PH লেভেলের ভারসাম্য নষ্ট করে দিতে পারে। তাই যে ভেষজ শ্যাম্পুতে প্রচুর উপাদান থাকে সেগুলো এড়িয়ে যাওয়াই ভালো।

>>যেকোনো শ্যাম্পুতেই রাসায়নিক পদার্থ থাকে৷ তবে কোনো কোনো শ্যাম্পুতে প্রাকৃতিক উপাদানের পরিমাণ বেশি থাকে৷ কোনটি ভেষজ আর কোনটি পুরোপুরি রাসায়নিকে ঠাসা, তা একটু খেয়াল করলেই জানা যায়৷ প্যাকেটের গায়ে বিশেষ চিহ্নে বা সরাসরি লেখাতেও তা উল্লেখও করে দেওয়া থাকে কোনো কোনো ক্ষেত্রে ৷  তাই রাসায়নিকের ব্যবহারে চুলের যাতে না দীর্ঘস্থায়ী ক্ষতি না হয়, সেদিকে খেয়াল রাখা জরুরি।

>>এমন শ্যাম্পু ব্যবহার করবেন না যা বেশি ঘঁষতে হয়। এতে মাথার চুলের গোড়া ক্ষতিগ্রস্ত হয়। প্রত্যেকের মাথার চুলের ধরন আলাদা হয়। সেই অনুযায়ী শ্যাম্পু ব্যবহার করা উচিত। কারো অ্যান্টি-হেয়ারফল শ্যাম্পুর প্রয়োজন হয়, কারো আবার কেরাটিন যুক্ত শ্যাম্পু প্রয়োজন হয়।

সুতরাং শ্যাম্পু নির্বাচনে নিজের চুল সম্পর্কে ভালোভাবে জেনে নিন। প্রয়োজনে বিশেষজ্ঞর পরামর্শ নিতে পারেন।