• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

শরীয়তপুরে নদী থেকে এক যুবকের মরদেহ উদ্ধার

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৪ মার্চ ২০২৪  

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের জাজিরায় নদী থেকে জামাল শিকারী (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। রোববার (৩ মার্চ) বিকেলে উপজেলার ডুবিসায়বর বন্দর কাজীরহাট এলাকার পদ্মা শাখা নদী থেকে  মরদেহটি উদ্ধার করা হয়। তবে পরিবারের অভিযোগ, জামালকে হত্যা করে কে কারা যেন নদীতে ফেলে দিয়েছে।

নিহত জামাল শিকারী কাজীরহাট এলাকার মৃত রতন শিকারী ও মৃত লালমতি বেগম দম্পত্তির ছেলে। তিনি একজন নছিমন চালক ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে নিখোঁজ হন জামাল শিকারী। পরে রোববার বিকেল ৪টার দিকে স্থানীয়রা জামাল শিকারীর মরদেহটি কাজীরহাট নতুন ব্রিজের কাছে নদীতে ভেসে থাকতে দেখেন। পরে স্থানীয়রা বিষয়টি নৌ-পুলিশকে জানালে, তারা এসে মরদেহটি উদ্ধার করে।

নিহত জামালের বড় ভাই বাচ্চু শিকারী  বলেন, জামাল ভবঘুরে প্রকৃতির লোক ছিল। তাকে কারা যেন হত্যা করে পানিতে ভাসিয়ে দিয়েছে। আমার ভাইকে যারা হত্যা করেছে, তাদের খুঁজে বের করে শাস্তির দাবি জানাচ্ছি।

মাঝিরঘাট নৌ-পুলিশের পরিদর্শক মো. জসিম উদ্দিন বলেন, জামাল শিকারীর মরদেহটি উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। তবে স্থানীয়ভাবে জানতে পারলাম তিনি একজন মাদকাসক্ত ছিলেন।