• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

গোসাইরহাটে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২০  

শরীয়তপুর প্র‌তিনি‌ধিঃ

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর শরীয়তপুর জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক সুজন কাজী শরীয়তপুর জেলার গোসাইরহাট উপ‌জেলার গোসাইরহাট বাজার ও হাটুরিয়া  বাজারে তদার‌কিমুলক অভিযান প‌রিচালনা করেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল থে‌কে বিকাল পর্যন্ত অভিযানে নিত্যপ্রয়োজনীয় পন্যের দোকান, কাঁচা বাজার, ঔষধের দোকানসহ প্রায় ৬০টি ব্যবসা প্র‌তিষ্ঠান প‌রিদর্শন করা হয়। অভিযানে নিত্যপ্রয়োজনীয় পন্যের মূল্য বেশি নেয়ায় গোসাইরহাট বাজারের মেসার্স মাতব্বর  ট্রেডার্সকে ৫,০০০/- টাকা, পন্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় মেসার্স মদিনা ভান্ডারকে ৩,০০০/- টাকা এবং একই অপরাধে হাটুরিয়া বাজারের মেসার্স সুমন স্টোরকে ১,০০০/-  টাকা সতর্কতামূলক জরিমানা করা হয়েছে।  জরিমানা আরোপের পাশাপাশি ব্যবসায়ী‌দেরকে ন্যায্যমূ‌ল্যে পণ্য বি‌ক্রি কর‌তে নি‌র্দেশনা দেওয়া হয়।

এছাড়া সামাজিক দূরত্ব বজায় রেখে কেনাকাটা করার জন্য ভোক্তাদের উদ্যেশে সচেতনতামূলক মাইকিং করা হয়। অভিযানে উপস্থিত থেকে সহযোগিতা করেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর শরীয়তপুর জেলা শাখার সভাপতি জনাব মোঃ বিল্লাল হোসেন খান। 

অভিযানে সার্বিক নিরাপত্তার দ্বায়িত্ব পালন করেন শরীয়তপুর জেলা পুলিশ এর একটি টিম। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাক‌বে।