• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

শরীয়তপুরে মাস্ক না পরায় ৬,২০০ টাকা জ‌রিমানা

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৬ জুন ২০২০  

শরীয়তপুর প্রতি‌নি‌ধিঃ শরীয়তপুর পৌরসভার বিলাসখান, প্রেমতলা, বাসস্ট্যান্ড, পালং বাজার এলাকায় আইন শৃঙ্খলা স্বাভাবিক রক্ষার্থে স্বাস্থ্যবিধি অমান্য করা ও সরকারি আদেশ অমান্য করে বাইরে ঘোরাফেরা করার সময় মাস্ক না পরায়  মোবাইল কোটের মাধ্যমে ১৭ জনকে ৬ হাজার ২ শত টাকা জ‌রিমানা করা হয়েছ।

গত বৃহস্পতিবার (০৪ জুন) বি‌কেল ৪টা থেকে সন্ধ‌্যা ৭টা পর্যন্ত সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহাবুর রহমান শেখ অভিযান চালিয়ে এই জ‌রিমানা করেন । এ য়ময় সতর্ক করা হয় অনেককে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম‌্যা‌জি‌স্ট্রেট মো. মাহাবুর রহমান শেখ বলেন, কোভিড-১৯ প্রতিরোধে শরীয়তপুর পৌরসভার বিলাসখান, প্রেমতলা, বাসস্ট্যান্ড, পালং বাজার এলাকায় বিকাল বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনাকালীন সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি অমান্য করা, মাস্ক পরিধান না করে বাইরে ঘোরাফেরা করাসহ সরকারি আদেশ অমান্য করার দায়ে ১৭ জনকে মোট ৬ হাজার ২০০ টাকা জ‌রিমানা  করা হয়। অনেককে এ সময় সতর্ক করা হয় এবং স্বাস্থ‍্যবিধি মেনে চলার নির্দেশ দেয়া হয়। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।