• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

জাজিরায় কৃষকদের মাঝে কৃষি উপকরন বিতরণ

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২০  

শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুর জেলার জাজিরা উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নত মানের ধান গম ও পাট বীজ উৎপাদন সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের কৃষক গ্রুপের মাঝে বিনা মূল্যে সরকারে দেয়া  বীজ সংরক্ষনের উপকরণ বিতরন করা হয়েছে। আজ ২ সেপ্টেম্বর বুধবার বিকালে জাজিরা উপজেলা কৃষি অফিসারের প্রশিক্ষণ কক্ষ থেকে উপকরণ বিতরণ করা হয়।

প্রান্তিক পর্যায়ে আধুনিক প্রযুক্তিতে সমৃদ্ধ করে তুলতে দলের সমন্বয়কারীদের মাঝে বিতরণকৃত উপকরনের মধ্যে ছিল উন্নত মানের বীজ উৎপাদন সহায়ক চালুনি, ময়েশ্চার মিটার, বস্তা সেলাই মেশিন ও পলি ব্যাগ। জাজিরা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জামাল হোসেন এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাজিরা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুজ্জামান ভূইয়া। এ সময় কৃষি অফিসে কর্মকর্তা-কর্মচারী ও উপকার ভোগী  কৃষকগন উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুজ্জামান ভুইয়া বলেন, করোনা ও বন্যার কারনে আমাদের দেশের আর্থিক ক্ষতি কাটিয়ে ওঠা  জন্য কৃষির উপর গুরুত্ব দিয়েছে সরকার। জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিতে প্রনদনা কৃষি যন্ত্রপাতি, বীজ সারে ভর্তুকি সহ কৃষি ঋণের সহজি করন করেছে। আল্লাহ সহায় থাকলে বাংলাদেশের কৃষি মাধ্যমে আমরা  আবার ঘুরে দাড়াতে পারবো। তিনি এ সময় প্রকল্পের কাজ বিষয় অবগত হন। প্রকল্পের লক্ষ্যের উদ্দেশ্যের ভূয়সী প্রশংসা করে বলেন কৃষিই আমাদের সমৃদ্ধি।