• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

নড়িয়ায় জাটকা নিধন বিরোধী অভিযান, আটক-৬

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১৬ মার্চ ২০২১  

শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদীতে জাটকা নিধন বিরোধী অভিযান চালিয়ে ৬ জেলেকে আটক করা হয়েছে। এ সময় জাটকাসহ ৮০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে তা ধ্বংস করা হয়। মঙ্গলবার (১৬ মার্চ) বিকেল ৩টার দিকে জেলার নড়িয়া উপজেলার ইশ্বরকাঠি পয়েন্টে পদ্মা নদীতে অভিযান চালায় সুরেশ্বর নৌ পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন সুরেশ্বর নৌ পুলিশের পরিদর্শক মো. মনিরুজ্জামান। 

এসময় জাটকা নিধন ও নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহারের অপরাধে নোয়াব আলী, হৃদয়, মোঃ সুমন, নুর ইসলাম, হাসান ও জীবন নামে ৬ জেলেকে আটক করা হয়। এ সময় জেলেদের কাছ থেকে ১০ কেজি জাটকা ও ৮০ হাজার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।

পরে আটককৃতদের সহকারি কমিশনার (ভূমি) মো. মোরশেদুল ইসলামের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। এসময় মৎস্য সংরক্ষণ আইনে আটককৃত প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।