• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

শরীয়তপুরে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৩ মার্চ ২০২১  

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরে করোনাভাইরাসের সংক্রমণ রোধে তিন শতাধিক মাস্ক বিতরণ করেছে সদরের পালং মডেল থানা পুলিশ। মঙ্গলবার (২৩ মার্চ) সকাল ১০ থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত জেলা পুলিশ ও পালং মডেল থানার আয়োজনে শহরের পালং উত্তর বাজার ও পালং মডেল থানার সামনের সড়কের বিভিন্ন গাড়ি চালক, যাত্রী ও জনসাধারণের মাঝে এসব মাস্ক বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন, তদন্ত ওসি এসএম আতিক উল্লাহ, ওসি অপারেশন মো. ফকরুল ইসলাম, এসআই আতিয়ার রহমান, এসআই বিজন বাড়ৈ, এসআই সামাদ, এএসআই সপ্না দাস, ডোমসার ইউপি চেয়ারম্যান মো. চাঁন মিয়া মাদবর, চিতলিয়া ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম হাওলাদার, আংগারিয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন হাওলাদার, তুলাসার ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম প্রমুখ।

এসময় "মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার" মাস্ক পড়ার অভ্যাস, করোনা মুক্ত বাংলাদেশ স্লোগান দেয়া হয়। এর আগে গত ২১ মার্চ পালং মডেল থানার সামনে শরীয়তপুর-ঢাকা মহাসড়কে এ মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন শরীয়তপুরের পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামান।