• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

নড়িয়ায় পদ্মার তীর রক্ষা প্রকল্প পরিদর্শনে পানি সম্পদ উপমন্ত্রী

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৪ এপ্রিল ২০২১  

শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুরের নড়িয়া উপজেলার পদ্মার ডানতীর রক্ষা প্রকল্পের চলমান কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। আজ রোববার (০৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে পানি সম্পদ মন্ত্রনালয় কর্তৃক বাস্তবায়নাধীন এ প্রকল্প পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে তিনি বলেন, নড়িয়া-জাজিরা পদ্মার ডান তীর রক্ষা প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। করোনাকালীন লকডাউনের সময়ও স্বাস্থ্য বিধি মেনে প্রকল্পের কাজ চলমান থাকবে। এছাড়া সুরেশ্বর দরবার শরীফ সংলগ্ন প্রকল্পের বর্ধিতাংশের কাজ দ্রুত শুরু করা হবে। ইনশাআল্লাহ এবার বর্ষায় নড়িয়ার ১ ইঞ্চি মাটিও নদীতে ভাঙবে না। এসময় শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবীবসহ পানি উন্নয়ন বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ তার সঙ্গে ছিলেন।