• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

শেখ হাসিনার সরকার বার বার দরকার : পানিসম্পদ উপমন্ত্রী

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১২ এপ্রিল ২০২১  

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, আওয়ামী লীগ তথা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্য, সড়কসহ সব ক্ষেত্রে দেশের উন্নয়ন হয়। দেশের মানুষ জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রশ্নে ঐক্যবদ্ধ আছে। তাই বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে। কোন ষড়যন্ত্র করে এই অগ্রযাত্রাকে থামানো যাবে না। তাই শেখ হাসিনার সরকার বার বার দরকার।

সোমবার (১২ এপ্রিল) দুপুরে নড়িয়া উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্ট্রেশন ভবন উদ্বোধন শেষে এসব কথা বলেন পানিসম্পদ উপমন্ত্রী।

শামীম বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ রাষ্ট্র ক্ষমতায় আছে বলেই। বিশ্ব নেতারা মনে করেন, বঙ্গবন্ধুর বাংলাদেশ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতেই নিরাপদ।

আজ পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ২ কোটি ৮৯ লাখ ২০ হাজার  টাকা ব্যয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্ট্রেশন ভবন, এক কোটি ৫৮ লাখ ১৩ টাকা ব্যয়ে ভোজেশ্বর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স, ৬০ লাখ টাকা ব্যয়ে ভোজেশ্বর ইউনিয়ন ভূমি অফিস ভবন ও এক কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে আনাখন্ড বেইলি ব্রিজ থেকে ভেনপা পর্যন্ত সড়ক মেরামতের শুভ উদ্বোধন করেন।

এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  অনল কুমার দে, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়ন্তী রুপা রায়, নড়িয়া পৌরসভায় মেয়র আবুল কালাম আজাদ, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএম ফজলুল হক মাল, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সিকদার, সাংগঠনিক সম্পাদক মিহির চক্রবর্তী, দপ্তর সম্পাদক শাহ আলম,  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জাকির হোসেন বেপারী, ভোজেশ্বর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাজী মো. নুরুল হক বেপারী, সাবেক চেয়ারম্যান আলী আহম্মদ সিকদার, সাবেক চেয়ারম্যান মাসুক আলী দেওয়ান, মোক্তারের চর ইউপি চেয়ারম্যান শাহ আলম চৌকিদার, জেলা পরিষদের সদস্য ও  জাতীয় মহিলা সংস্থা শরীয়তপুরের চেয়ারম্যান অ্যাডভোকেট রওশন আরা বেগম, ভেদরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আব্দুল মান্নান হাওলাদার, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল জলিল সরদার প্রমুখ উপস্থিত ছিলেন।