• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

শরীয়তপুরে এক হাজার অসহায় পরিবারকে খাদ্য সামগ্রী, নগদ অর্থ প্রদান

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৮ মে ২০২১  

শরীয়তপুর প্রতিনিধি: পবিত্র ঈদ-উল-ফিতর ও করোনা পরিস্থিতিতে  কর্মহীন, দুস্থ ও অসহায় এক হাজার পরিবারের  মাঝে ঈদ উপহার নগদ অর্থ, খাদ্য সামগ্রী এবং শাড়ি-লুঙ্গী বিতরণ করা হয়েছে। শনিবার (৮ মে) দুপুর সোয়া ১২টার দিকে ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের সামনে ভার্চুয়ালি এ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য পারভিন হক সিকদার।

এসময় ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মর্তুজা আল-মুঈদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, ডামুড্যা পৌর কাউন্সিলর মন্টু ছৈয়াল, সমাজ সেবক মিরাজ সিকদার, রকিবুল হাসান প্রমূখ উপস্থিত ছিলেন।

এরআগে শরীয়তপুরের ভেদরগঞ্জ, গোসাইরহাট উপজেলায় দুই হাজার অসহায় পরিবারের মাঝে 'ঈদ উপহার' সামগ্রী বিতরণ করা হয়েছে।

বিতরণকৃত খাদ্যসামগ্রীর প্যাকেটে রয়েছে- চাল, আটা, চিনি, সেমাই, তৈল, সাবান, লবন, আলু, পেঁয়াজ। এছাড়া লুঙ্গি-শাড়ি, জায়নামাজ ও নগদ এক হাজার টাকা করে বিতরণ করা হয়।

সংসদ সদস্য পারভিন হক সিকদার মুঠোফোনে বলেন, পবিত্র ঈদ-উল-ফিতর ও করোনা পরিস্থিতিতে কর্মহীন, দুস্থ ও অসহায় এক হাজার পরিবারের মাঝে আজ ডামুড্যায় ঈদ উপহার নগদ অর্থ, খাদ্য সামগ্রী এবং শাড়ি-লুঙ্গী বিতরন করা হচ্ছে। গতকাল ভেদরগঞ্জ, গোসাইরহাট উপজেলায়ও অসহায় পরিবারের মাঝে 'ঈদ উপহার' সামগ্রী বিতরণ করা হয়েছে। অসহায়দের পাশে আছি, সব সময় থাকবো।