• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী আ.লীগ ক্ষমতায় আসে জনগণকে দিতে, আর বিএনপি আসে নিতে: প্রধানমন্ত্রী দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির দেশবাসী ও মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী কিশোর অপরাধীদের মোকাবেলায় বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ব্রাজিলকে সরাসরি তৈরি পোশাক নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাইয়ে ব্রাজিল সফর করতে পারেন প্রধানমন্ত্রী আদর্শ নাগরিক গড়তে প্রশংসনীয় কাজ করেছে স্কাউটস: প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় স্কাউট আন্দোলনকে বেগবান করার আহ্বান

এদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না- শরীয়তপুর জেলা প্রশাসক

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২২ মে ২০২১  

শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুরের জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান বলেছেন, বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে এটি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একটি স্বপ্ন। সেই স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব তিনি দেশের সকল উপজেলা নির্বাহী অফিসারদের দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর এই বিশ্বাস এবং আস্থা আমাদের উপজেলা নির্বাহী অফিসারদের কাছে একটি আমানত। সেই আমানত রক্ষা করতে আমার জেলার ৬ উপজেলা নির্বাহী অফিসারদের টীম মরিয়া। তিনি আজ ২২ মে শনিবার জেলার জাজিরা উপজেলায় প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পের-২ পর্যায়ের নির্মিতব্য ৩০০ ঘর নির্মাণ কাজের অগ্রগতি পরির্দশন কালে এসব কথা বলেন।

জাজিরা উপজেলার জয়নগর ইউনিয়নে ঘর পরির্দশনকালে তার সাখে উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুজ্জামান ভুইয়া, সহকারী কমিশনার (ভূমি) রেনু দাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, জাজিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ।

জেলা প্রশাসক আরো বলেন, ১ম পর্যায়ে ৫৪ টি ঘর নির্মাণ করে কবুলিয়তসহ হস্তান্তর করা হয়েছে। সেখানে তারা মালিক হিসেবে বসবাস করছে। ২য় পর্যায়ে ৩০০টি ঘরের নির্মাণ কাজ চলমান। কাজটি মোটেই এত সহজ নয়। এই দেশে একটি কথা প্রচলিত আছে। পুত্রশোক সহ্য হয় কিন্তু জমি হারানোর শোক সহ্য হয় না। যারা এই খাস জমিগুলো ভোগ করত, যদিও তারা জানে জমির মালিক তারা নয়, সরকার, তথাপি যখনই আমরা জমির দখল নিতে যাই, তাদের কষ্টটা সেই পর্যায়ে কাজ করে। ফলে জমি রক্ষার জন্য শুরু হয় মরণপণ চেষ্টা। নানা তদবির, চাপ, আন্দোলন, মামলা, আদালত। এ পর্যন্ত ১১টি মামলা রুজু হয়েছে। এমনকি আদালত অবমাননা মামলাও। সবকিছু মোকাবেলা করেই আমাদেরকে অগ্রসর হতে হচ্ছে।

সর্বশেষ ধাপ হচ্ছে গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ে নির্মাণ কাজ শেষ করা। এই ধাপটি কেমন সে বিষয়ে বিস্তারিত বলতে চাই না। শুধু এটুকুই বলতে চাই, দ্রব্যমূল্যের এই উর্ধ্বগতির সময় সাধ এবং সাধ্যের সমন্বয় একটি অধ্যবসায়। সততা, দক্ষতা, পরিশ্রম, বিচক্ষণতা এবং টীম ওয়ার্ক করেই উপজেলা নির্বাহী অফিসারগণ এগিয়ে যাচ্ছেন। এ সময় জেলা প্রশাসক প্রকল্প এলাকায় ২টি ফলজ গাছের চারা রোপন করেন।

জেলা প্রশাসক বলেন, গুণগতমান বজায় রেখে নির্ধারিত সময়ে নির্মাণ কাজ শেষ করে আমানত যেন রক্ষা পাশাপাশি, মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের সারথী হতে সকলকে আন্তরিকভাবে কাজ করার আহবান জানান।