• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ডামুড্যা ও ভেদরগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত 

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৫ জুন ২০২১  

শরীয়তপুর প্রতিনিধিঃ
আজ ৫ জুন, সারা দেশের ন্যায় শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলায়ও দিন ব্যাপি প্রাণীসম্পদ প্রর্দশনী অনুষ্ঠিত হয়েছে। 

আজ বেলা১১ টায়  ভেদরগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ প্রর্দশনীর উদ্বোধন করেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ। 

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজি আবদুল মান্নান বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আকলিমা বেগম লিপি,সহকারী কমিশনার ( ভুমি) শংকর চন্দ্র বৈদ্য, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফাতেমা ইসলাম। উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ অফিসার ডাঃ মোহাম্মদ ফারুক হোসেন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার মোঃ আবদুল মতিন সরকার। বক্তব্য রাখেন খামারী ফজলুল হক ছৈয়াল ও আল আমিন।

প্রদর্শনীতে গরু, মহিষ,ছাগল,হাঁস,মুরগী কবুতর,খরগোশ সৌখিন পাখি,মিষ্টি ও প্রাণী সম্পদ যন্ত্রাংশসহ বিভিন্ন ধরণের খাদ্য ও ওশুধের ৩০ স্টল বসেছে।

মেলায় অংশগ্রহণকারীদের তিনটি বিভাগে ভাগ করে তিনটি করে  প্রথম,দ্বিতীয়, তৃতীয় পুরস্কার প্রদান করা হবে।এছারও অংশ গ্রহনকারী সবাইকে পুরস্কারও সনদ প্রদান করা হবে।

সভাপতি বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ বলেন,আমাদের কৃষি উন্নয়নের অন্যতম সেক্টর হচ্ছে প্রাণী সম্পদ প্রণী সম্পদের সমৃদ্ধির জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা   আমাদের যুব সমাজকে অগ্রাধিকার দিয়ে উদ্ধুক্তা তৈরী করার জন্য কাজ করছেন। আমাদের আজকে প্রাণী সম্পদ প্রদর্শনীতে যে সকর খমারী তাদের প্রাণী নিয়ে এসেছেন তাদের অধিকাংশই যুবক। বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রায় এগিয়ে এগিয়ে যাওয়ার জন্য প্রাণী সম্পদ খাত হতে পারে আগামী সম্ভবনা নতুন দোয়ার। সে দুয়ার উন্মুক্ত করার জন্য যুব সমাজকে এগিয়ে আসতে হবে সবার আগে।